এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 15 J উপরে উঠে, গন্ধক থাকিলে বিদ্যুতের তেজে উক্ত গলিয়া উপরে উঠে, কখন বা বিদ্যুতের প্রভাবে উহা অগ্নিরূপে পরিণত হইয়া উপরে আগ্নেয়গিরির কার্য্য করে। ভূকম্প, জলকম্প ও বজাঘাত এসকলষ্ট সূর্য্যের আদিকারণ ব্রহ্মতেজ বা ইলেক্ট্ৰণজাত বিদ্যুতের বিলাস ভিন্ন অন্য আর কিছুই নহে। ইতস্ততঃ সকল স্থানেই সৰ্ব্বদা বিদ্যুৎ আছে ও ধাবিত হইতেছে, তবে অনেক সময়েই ভূকম্পাদি হয় না কেন ? ইহার কারণ প্রকৃতির নিয়ম বা ৬জগদম্বার ইচ্ছা। সকল জীবই স্বীয় অদৃষ্ট অনুসারে জন্মিয়াছে ও মরিতেছে। হয়ত একস্থানের প্রায় এক লক্ষ লোকের পরমায়ু একদিনে শেষ হইয়াছে ইহা পূর্ব হইতেই নির্দিষ্ট হইয়া আছে, তখন সেই সকল লোকের মৃত্যু নিশ্চয় যুদ্ধে, জলমজ্জনে বা বা ভূকম্পে হইয়া থাকে। প্রথমেই ব্রহ্মতেজ বা ইলেক্ট্রণ হইতে আবিভূত সূৰ্য্য স্বষ্টির প্রারম্ভ হইতেই আলোকদান, বৃষ্টিকার্য্য ও জীবদিগকে জ্ঞানশক্তি প্রদান দ্বারা সৃষ্টিকাৰ্য্যের সাহায্য করিতেছেন বলিয়া অন্যান্য গ্রহ ও ইলেক্ট্ৰণগুলি সূৰ্য্য কর্তৃক প্রধানতঃ পরিচালিত হইতেছে ! বিদ্যুতের অদ্ভুত শক্তির জন্য উপনিষদে বিদ্যুৎ পরমব্রহ্ম বা পরমেশ্বর বলিয়া বর্ণিত হইয়াছেন । পুরাণে সূর্য সহস্রকিরণ বলিয়া বর্ণিত আছেন। উক্ত সহস্রকিরণ মধ্যে কতকগুলি কৰ্ত্তা আর কতক কিরণ হৰ্ত্তা বলিয়া প্রসিদ্ধ । পৌরাণিক সূৰ্য্যস্তবে সূর্য্যের একবিংশতি নামের মধ্যে ইহ প্রকাশিত আছে। কৰ্ত্তা কিরণ চন্দ্রবিম্বে প্রবিষ্ট হইয়া গুল্মলতাদি অনেক বস্তু স্ষ্টির সাহায্য করিতেছে, তার হৰ্ত্তা