পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

trసె ৫ ভাগ । ইউরপ ও আফ্রিকা ও আমেরিকা পৃথিবীর এই তিন ভাগের বৃত্তান্ত । প্রথম পাঠ । ইউরপের বিবরণ । নিতানন্দ ও হে ভাই, পৃথিবীর চারি খণ্ডের মধ্যে এক খণ্ড আসিয়ার বিবরণ শুনিলাম, এইক্ষণে আর এক খণ্ড যে ইউরপ, তাহার বিবরণ অনুগ্রহ করিয়া কিছু বল, শুনি। পরমানন্দ। ভাল, তবে বলি, শুন । ইউরপ আসিয়ার উত্তর পশ্চিম দিকে, কিন্তু এই দুয়ের মধ্যে কোন সমুদ্র ব্যবধান নাই ; ফলতঃ আসিয়ার পশ্চিম সীমার সঙ্গে ইউরপের পূর্ব সীমার মিলন আছে। অার উত্তর সীমা হিম সাগর, পশ্চিম সীমা আট্রান্টিক সাগর, দক্ষিণে ভূমধ্যস্থ সাগর; এই সমূদ্র মধ্যখানে ব্যবধান থাকাতে আফ্রিকা খণ্ডের সঙ্গে ভিন্ন হইয়া আছে। এই ইউরপ দুই হাজার নয় শত ক্রোশ দীর্ঘ, আর দুই হাজার আটষট্টি ক্রোশ প্রস্থ। অনুমান হয় যে তথাতে পোনের কোটি লোক আছে। আসিয়াতে লোক বসতির পরে অনেক দিন গতে ইউরপে বসতি হইয়াছিল। আসিয়ার পরিমাণ অপেক্ষায় ইউরপের পরিমাণ তিন ভাগ নূ্যন, এবং লোকও তিন ভাগের এক ভাগ আছে; কিন্তু তথাকার লোকের পরাক্রম ও জ্ঞান বড়। নিপ ইউরপের মধ্যে কত রাজ্য আছে ? প। ইউরপেতে চতুর্দশ রাজ্য আছে, ক্রমেতে প্রত্যেকের নাম বলি, গুন ; ইংলণ্ড, ২ রুসিয়া, ৩ ষ্ট্রাসীস্থ ও হলাও, ৫ অত্ৰিয়া,