পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె* ও প্ৰষিয়া, ৭ স্লেন, ৮ জুর্কী, ১ স্বৗদন, ১• দেয়ার্ক, ১১ পোস্তুগাল, ১২ ম্বিতজেলণ্ড, ১৩ জৰ্ম্মণের ক্ষুদ্রং দেশ, ১৪ ইটালী। ২ পাঠ । ইংলণ্ড দেশের বিবরণ । নিতানন্দ। ভাল, তবে এইক্ষণে ইলেণ্ডের বিবরণ কিছুবল, শুনি। পরমানন্দ। ইংলণ্ড একটা উপদ্বীপ, তাহার চারি দিকে সমুদ্র, সেই জন্যে আরং স্থানের সঙ্গে পৃথক আছে। সে দর্যেপ্রায় পাঁচশত ক্রোশ, এবং প্রন্থেতে ৩•ক্রোশও হইতে পারে। এই উপদ্বীপের দুই ভাগ আছে, প্রথম ইংলণ্ড, দ্বিতীয় স্কটলণ্ড; পূৰ্বে এই দুইভাগেভিন্নং দুইট রাজ্য ছিল। ১৭•৭শালে ঐ দুই দেশ এক রাজ্য হইয়াগিয়াছে। এই দুই স্থানের ভাষা এক প্রকার, অনুমান করি যে দুই স্থানেতে লোৰুনুনাধিক এক কোটি তের লক্ষ আছে। এব’ই’লণ্ডের পশ্চিমাশে ঐলণ্ড নামে আর একটা উপদ্বীপ আছে, সে উপদ্বীপ দীৰ্থেতে দুই শত যাইট ক্রোশ, প্রন্থে একশত ত্ৰিশ ক্রোশ। সেখানে পঞ্চাশ লক্ষ লোক অাছে। তথাকার ভাষা স্বতন্ত্র, কিন্তু ই•রাজী ভাষারও চলন আছে। এই তিন দেশ, অর্থাৎ ই-লগু, এবং স্কটলণ্ড, ও ঐলণ্ড, এখন এক রাজ্য হইয়াছে। তাহার নামগেটব্রিটিন বলে। নি। ভাল, ইলেণ্ডের প্রাচীন গল্প কিছু জান? শুনিতে বাৰু করি। প। ইণ,জানিব নাকেন। তবে গুৱ অতিপূৰ্বেযর্থন কর্মী লোকের ইংলণ্ড উপদ্বীপে আলিত, তখন দেখিতে পাইত, যে ঐ দেশের লোক সকল প্রায় উলঙ্কও নানা অঙ্গেভেত্রিকর পূলিঙ্কার মত, জনো তাহদের নাম শিক্ট,অৰ্থাৎ চিত্রকর, রাখিয়াছিল; জার