পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని .দেশের নাম রাখিয়াছিল ব্রিটিন। পরে ইব্রাজী শক আরম্ভ হইবার ৫২ বৎসর পূৰ্বে কাইসর নামে রুমী লোকদের রাজা আসিয়া ঐ দেশকে করতল স্থিত করিয়া সাড়ে চারি শত বৎসর পর্যন্ত সেখানে রাজ্য ভোগ করিয়াছিলেন। পুনৰ্বার ১৭৬৬ শালে ফুটীস্থ দেশের উলিয়াম নামে এক সেনাপতি আসিয়া, দেশ অধিকার করিয়া রাজত্ব করিয়াছিলেন । সেই উলিয়ামের সন্তানের এখনও সিংহাসনে বসিয়া রাজত্ব করিতেছেন, তাহাদের বশ পরমরাতে সাড়ে সাত শত বৎসর রাজ্য ভোগ হইল। বোধ হয় যে কুমীদের আসিবার পূৰ্বে ঐ উপদ্বীপের লোকদিগকে পৃথিবীর অন্য দেশের লোকের প্রায় জানিতও না ; কিন্তু তথাচ উহারা লোক বড় অল্প ছিল না, যথেষ্ট ছিল । তাহদের বাস এব• নীতি কি প্রকার ছিল, তাহ জান ? তাহার লতাপাত দিয়া কুঁড়ে বধিয়া তাহারি মধ্যে বাস করিত ; আর বনের হরিণ ইত্যাদি পশু সিকার করিয়া তাহারি মাংস খাইয় এবং দুগ্ধ পান করিয়া কাল কাটাইত! পুরোহিতেরা যেমন ৰিধান দিত, তদনুসারে দেবতাদের আরাধনা করিত; ঐ পুরোহিতদের নাম ক্রুইড। আরং লোকদের উপরে তাহাদেয় বড় পরাক্রম ছিল। আর মাল এৰণ দেওয়ানী ও ফৌজদারী ইত্যাদি বিচার ও তাহারাই করিত। যে কোন বিষয় কেন হওক না, তাহারা যে নিপত্তি করিয়া দিত, সকলে তাহাই মানিত ; যদি না মানিত, তবে তৎক্ষণাৎ তাহার তথেষ্ট দণ্ড করিত । আর আপনাদের যে মত তাহাও আপন জাতি ছাড়া অন্যকে না বলিয়া অতি সগোপনে রাথিত ; এবৎ কথন২ সামান্য বনেতে, কথন বা কোন পৰ্বতের গুহাতে গিয়া, বাস করিত ; ও বনের ফল মূল খাইয়া কাল কাটাইত। আর তাহদের এই এক নিয়ম ছিল, যে যুদ্ধেতে যে সকল লোক বদ্ধ হইত, ছুরি দিয়া