পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె8 { নি । তথাকার বিচারের রীতি কেমন, যৎকিঞ্চিৎ বল, দেহি ?” প। সেখানে অনেকে একত্র বসিয়া মোকৰ্দমার তজবজ করেন, ইব্রাজী ভাষায় তাহাকে জুরির বিচার বলে। তাহার ধারা এই, যখন কোন লোক আসামী হইয়া বিচারস্থানে আইসে, তখন তাহারি প্রতিবাসিবগ বার জনকে বিচার দেখিবার জন্যে ডাকিয়! তাহাদিগকে জরি করিয়া বসান । তাহার পর সাঙ্কিরা যে প্রকারে সাক্ষ্য দেয়, তাহ সাক্ষিদের প্রমুখাৎ তাহাদিগকে বিলক্ষণ রূপে জানাইয়। বিচারকত্ত্ব জিজ্ঞাসা করেন, যে এ ব্যক্তি দোষী কি নিদোষ? অনন্তর ঐ বার জনের বিচারানুসারে সে ব্যক্তি সাপরাধ নিরপরাধ নিশ্চিত হয় ; কিন্তু আসামী যদি সেই বার জনের মধ্যে কাহাকেও অস্বীকার করে, তবে সেই স্থানে অন্য এক জনকে বসায় ; এই প্রকারে যে বিচার করা, ইহার ফল কি ? না, কেহ যে কাহারও উপরে অন্যায় করেন, ইহাতে সে পথ নাই । নি। সে উত্তম বটে, এখন জিজ্ঞাসা করি, কুটিন দেশের বাণিজ্য কৰ্ম্ম কি প্রকার? প। তথাকার বাণিজ্য কৰ্ম্ম অতি ভারি, এমন ভারি যে সেথানকার বাণিজ্যের জাহাজ না যায় প্রায় এমন দেশ নাই। এক বৎসরে লণ্ডন সহরে নান দেশহইতে এত দুব্য সামগ্রীর আমদানী হইয়াছিল, যে সমুদয়েতে একন করিলে তাহার মূল্য ষাটি কোটি টাকা হয় । এব° লণ্ডন ছাড়া অরিং নগরতেও যত আমদানী রপ্তানী হইয়াছে, তাহীর মূল্য হিসাৰ করিলে বিস্তুর টাকা হয়। নি। তবে সন২ ইPলণ্ডের রাজস্ব কত জমা হয়? প। সত্য লোকদের আজ্ঞার মতে বৎসরং ভূমির খাজানাতে হাসিলেতে একত্র করিয়া চল্লিশ কোটি টাকা হইৰেং নি । তথাতে বিদ্যালয় জাছে কত?