পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R(t প। সেখানে ভাগ্যবান লোকদের বিদ্যা শিথিবীর জন্যে বিদ্যালয় অনেক আছে ; কিন্তু তাহার মধ্যে বিদ্যালয়ের প্রধান নগর এই দুইট, অক্সফোর্ন ও কামিজ অক্সফোর্দে সতেরটা বিদ্যার আলয় আছে, এবং কাসুিজে ষোলটা আছে। এই দুই স্থানেতে নানা প্রকার বিদ্যা ও নানা প্রকার ভাষা শিক্ষা হয়। আর টাকা খরচ করিয়া বিদ্যা শিক্ষা হয়, গ্রামেং এমন অনেক পাঠশালা আছে। কিন্তু বিনা মূল্যে বিদ্যা শিখাইবার জন্যে এখন দশ হাজার পাঠশালা হইয়াছে, সেই থানে গিয়া দুঃথি লোকদের বালকের বিনা মূল্যে পুস্তক আর বিদ্যা শিথিতে পায়। নি। ইলণ্ডেতে সৈন্য আর যুদ্ধের জাহাজ কত আছে ? প। এই ক্ষণে আর যুদ্ধ বিণুহ অধিক নাই, এই জন্যে সৈন্য কিছু কমান গিয়াছে, তথাচ এখনও লক্ষ সৈন্য প্রস্তুত; সে তাবৎই ই’লণ্ডের বাসিন্দা লোক, অন্য স্থানের নয়। ইলণ্ডের লোকের যে পরাক্রম সে কেবল সৈন্যদ্বারা নয়, বরং জাহাজদ্বারাও বটে, কেননা তাহারা ঐ জাহাজদ্বারা সমুদ্রের উপরে গিয়া বিপক্ষ লোককে দমন করিয়া রাখে, এই প্রযুক্ত পৃথিবীর অতি দূর দেশীয় লোক সকল অন্তঃকরণেতে ভয় পায়। ভাবে এই, যে কি জানি কথন কোথা গিয়া উপস্থিত হয়। যুদ্ধের উদ্বোগ হইলে ছোট বড় প্রায় হাজার জাহাজ প্রস্তুত হয়; এব° তাহাতে প্রায় এক লক্ষ বিশ হাজার নাবিক লোক থাকে । নি। গ্রেট বুটনের কত জেলা, এবং প্রধান কোন নগর? প। তাছার প্রথম অবধি বলি গুন । প্রথমত ইংলণ্ড দেশের চল্লিশট জেলা; আর ওএলু নামে তাহার যে এক প্রদেশ আছে, তাহার মধ্যে,ৰাৱট জেলা আছে;এই সমুদায়ে বাওয়ানট এখন নগরের বিষয় বলি গুন ; ইগলণ্ডের প্রধান নগর লণ্ডন ৷ এই লণ্ডন