পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为° নগরে অনুমান দশ লক্ষ লোক আছে, কিন্তু ইংলণ্ড দেশের আর কোন নগরে লোক দেড় লক্ষের অধিক নাই। ২ লিবরপুল নামে সমুদ্রতীরে এক প্রধান নগর আছে। গত পাঁচ ছয় বৎসরাৰধি ভারত বর্ষের সঙ্গে সে নগরের বাণিজ্য অনেক চলিতেছে, তথাহইতে বৎসরে ত্রিশ চল্লিশ থান জাহাজ ভারতবর্ষে আসিয়া থাকে। ৩ ই-লণ্ডের পশ্চিম ভাগে কৃষ্টল এক প্রধান নগর । ৪ মাথেষ্টর নামে পূৰ্বে এক ক্ষুদ্র গ্রাম ছিল, কিন্তু এক শত বৎসরের মধ্যে তুলার ব্যবসায়েতে সে এক মহানগর হইয়াছে; বৎসর২ বঙ্গ দেশহইতে ইংলণ্ড দেশে যত ভূল রপ্তানী হয়, তাহার অধিকাংশ ঐ নগরে উঠে, আর সেখানকান হাজার লোকে ঐ তুলাতে কাপড় বানায় । ৫ বৰ্ম্মিহাম নামে পূৰ্বে এক থানি ক্ষুদ্র গ্রাম ছিল, কিন্তু সে এখন কৰ্ম্মকারের ব্যবসায়েতে এক মহানগর হইয়াছে, এখন ঐ কৰ্ম্মে সেখানে যাট হাজার লোক নিযুক্ত আছে । ৬ শেফিলু নামে এক নগর অাছে, সে অস্ত্রাদির ব্যবসায়ে অতিশয় প্রধান স্থান হইয়াছে ; সেখানে পয়তাল্লিশ হাজার লোক আছে । ৭ ফুক নামে নগরও প্রশংসনীয়, যে হেতুক সেই নগর পূর্ব কালে ইলণ্ডের উত্তর ভাগে প্রধান ছিল। ৮ বাখ নামে ইংলণ্ড দেশের অতি সুন্দর নগর, এব° তথাকার জলের বড় প্রশ°সা, "যে হেতুক সে জল রোগ প্রতীকার করে। এ সকল ছাড়া সমুদ্রতীরে পোন্তস্মেীথ ও প্লিমেীথ ও ফাল্লেখ ও হলু ইত্যাদি নগর আছে। স্কটলণ্ডের প্রধান নগরের নাম এডিনবর্গ, তথাতে ৮৩ess লোক আছে, আর অনেক বিদ্যালয়ও আছে।ইহা ছাড়া গ্রাসগো,পৰ্ব আবের্তীন, ডঞ্জী, ইত্যাদি নগর অাছে। সেখানকার বাণিজ্যের প্লধান মাম পরিধেয় বস্ত্র, ও আজাড়, ও সূতালী ইত্যাদি । লগু দেশে চারিটা ভাগ আছে, তাহার মধ্যে প্রথম ভাগে ৰরি জেলা;