পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి? দ্বিতীয়ে নয় জেলা; তৃতীয়ে পাঁচ জেলা ; চতুর্থে ছয় জেলা। তথাতে সমুদায় বত্ৰিশটা জেলা আছে। তথাকার প্রধান নগর ডবলিন,ইহ ছাড়া কর্ক, লণ্ডনডেরি, লিমেরিক, ইত্যাদি নগরও আছে । নি। ভাল, এখন ইলেণ্ডের রাজধানী যে লণ্ডন নগর, অনুগ্রহ পূর্বক তাহার বিশেষ বিবরণ বল দেথি । প। বলি গুন। ঐ সহর তেমন্ত্ৰ নদীর নিজ তীরে, আর সমুদ্র তাঁরহইতে ৫৬ ক্রোশ অন্তরে। পূৰ্বে যখন রোমাণের আসিয়াছিল, তখন ঐ নগর ছিল ; কিন্তু এক হাজার বৎসর অতীত হইল ই•লণ্ডের মধ্যে আল্‌ফ্ৰেড নামে অতি বড় খ্যাত এক রাজা তিনিই ঐ নারকে রাজধানী করেন ; সম্প্রতি গত দুই শত বৎসরের মধ্যে সে পূৰ্বাপেক্ষায় অতি বড় খ্যাত হইয়াছে। সে লম্বায় ছয় ক্রোশ, চৌড়ায় সৰ্বত্র সমান নয়, কোন ঠাই এক ক্রোশ পরিসর, কোন স্থানে বা দুই ক্রোশ পরিসর । সহরের সরাণ পথ অতি লম্ব। চৌড়া । ঐ সকল পথের তিনং ভাগ ; মধ্যখানের ভাগ বড় পাতর দিয়া গঁথা, সেখান দিয়া কেৱল ঘোড়া ও গাড়ি চলে; আর দুই পার্শ্বে অতি সুন্দর পাতর দিয়া গাঁথা পথ, সে কেবল মানুষের গমনাগমনের জন্যে। ঐ দুই পার্থের পথের নীচেং বড় নরদাম আছে, ঐ নরদাম বহিয়া সহরের ময়লা সকল তেম্স্ নদীতে পড়ে। ঐ লণ্ডন সহরের রাজ পথেতে ও গলিতে সমুদায়ে আট হাজার রাস্ত আছে, এষণ কলিকাতার লাল দীঘির চারিদিকে যেমন অতি সূদরং বাটী আছে, তেমনি চারি ভিতে সমান ষাটি পাড়া ঐ সহরে আছে; এব• এক লক্ষ ষাটি হাজার পাকা এমারত আছে। आङ्ग न দেশে যেমন দূরহইতে জল আনিতে হয়, তেমন সেখানে নয়, নগরের মধ্যে দিয়া যে তেমন্ত্ৰ নদী বহিতেছে, তাছারি কাছেং