পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వెy. এমনি একটা কল বানাইয়া রাখিয়াছে ; সেই কলম্বারা নগরের প্রতি ঘরেতে সীসার নল দিয়া জল আইসে। ঐ লণ্ডন নগরেতে চারি শত গিরিজা ঘর অাছে, আর বালকদের বিদ্যাভ্যাসের জন্যে তিন হাজার পাঠশালা আছে, আর লোকদের কুকৰ্ম্ম নিবারণার্থ আটট সমুদায় আছে, ও বিদ্যাবৃদ্ধির জন্যে ও তাহার উপকারের জন্যে বারট সমুদায় আছে,এবং বৃদ্ধ ও কাঙ্গালী লোকদের প্রতিপালনের নিমিত্তে অষ্টাদশ সমুদায় আছে, এবণ রোগী ও দরিদ্র ব্যক্তিদের ঔষধ দিবার জন্যে ৰিশতি স্থান, আর এক শত চিকিৎসার আলয় আছে, তথাতে দরিদ্র লোকের বিনা মূল্যে ঔষধ পায়, এবং অন্ধ ও অথৰ্ব অনাথ লোকের আহারাদি পায়। এই যে সকল সমুদায়ের কথা কছিলাম, ইহা ছাড়াও দুথি দরিদ্র লোকদের নানা উপকার করিবার জন্যে অনেকং সমুদায় নিযুক্ত আছে। ঐ নগরেতে উৎকৃষ্টং ছয়ট রাজগৃহ আছে, আর সুপ্রীম কোটের বিচারের স্থান নয়টা আছে। তভিন্ন ছোটং বিচারস্থান বেয়াল্লিশটা আছে, এবং ব্যবস্থা শিথিবীর জন্যে বড়ং চরিট অলয় আছে ; তথাকার সিরিস্তার উকীলের গিয়া সেই স্থানেতে ব্যবস্থা শিক্ষা করে। ঐ সহরে চৌদ্দটা বড় পাচটা ছোট কারাগার আছে । আর বাদশাহ নিজে চারিট স্থান করিয়াছেন, সেই স্থানে গিয়া লোকেরাচিত্র ইত্যাদি নানা শিল্পকৰ্ম্মশিখিতে পায়। আর নানা ভাষার পুস্তকেতে পরিপূর্ণ আঠারটা সাধারণ পুস্তকালয় আছে। .লণ্ডন সহর সর্বত্রের বাণিজ্যের স্থান । তেমূলনীর উপরে সম্বৎসরের মধ্যে তিপ্লাম কোটি টাকার জিনিশ পত্রের আমদানী'রপ্তানী হয়, এবং লণ্ডন নগরের আমদানী রপ্তানী ছেয়ানস্থই কোটি টাকার হইয়া থাকে। লণ্ডনের তেমন্ত্ৰ নদীতে চারিট বৃহৎংসাকে