পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వివి ‘আছে । সেই সাকোর ফুকার দিয়া বড় নৌকা যাতায়াত করে ; তাহার মধ্যে শেষে যে পুলট করা গিয়াছে, তাহাতে আশী লক্ষ টাকা ব্যয় হয় । ঐ নগরের প্রত্যেক পথে অালো জ্বলে, তাহাতে কোন লোকের রাত্রিতেগমনাগমনের ক্লেশজন্মে না। পূৰ্বে নিয়ম ছিল,যে রাস্তায়ং প্রদীপের অালো জ্বলিত, কিন্তু স°প্রতি কএক বৎসরের মধ্যে এক সৃষ্টি হইয়াছে, তাহাকে বলে গাস তাহাদ্বারা সৰ্বত্র আলো হয়। ঐ গাস কি প্রকারে জন্মে তাহ গুন। নগরের মধ্যে স্থানেং গাস্ প্রস্তুত করিবার জন্যে ঘর আছে ; সেই ঘরেতে অনেক কয়লা কিম্বা তৈল জ্বালাইয় তাহার ধূম জমা করে, সেই ধূম সীসার নলদ্বারা সৰ্বত্র চালন করে । তাহার পর প্রত্যেক ঘরের মধ্যে যে ঐ পিতলের নলের এক২ মুখ থাকে, সেই মুখ দিয়া ধূম বাহির হইতে থাকে। ঐ নলের মুখেতে অগ্নি সংযোগ করিবামাত্র হঠাৎ জ্বলিয়। উঠে, পরে যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ জ্বলে, মনে করিলে যদি নিবাইব তবে ঐ নলেতে এমন কল আছে যে সেই কল টিপিলে ধুম বদ্ধ হয়, তাহা হইলেই আপনি নিৰ্বাণ হয়। শরীরের সর্বত্র যেমন শিরা দিয়া রক্ত চলে, তেমনি ঐ সহরের সর্বত্র নল দিয়া জল এবষ্ট আলো চলে । • নি। ও হে ভাই, এই সকল বৃত্তান্ত-গুনিয়া তুষ্ট হইলাম; ভাল, ই-লঙয়ের পূৰ্বে অতিবাদ অসভ্য ছিল, আর এই ক্ষণে যে এমত পরাক্রমী হইল, হইরে কারণ কিছু বলিতে পার? প । সে কথা আর বলিব কি ? স্তন, এ জগতের কোন বস্তুই চিরদিন সমান থাকে না ; ফলতঃ নদীর যেমন এক কুল ভাঙ্গে আর ৰূল গড়ে, তেমনি দিনেং একের বৃদ্ধি অন্যের দ্রাস হয়। সে যাহা হউক তাহার বিশেষ কারণ যদি শুনিতে চাহ তবে এই কথা বলা