পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ ε ? সনে বসিল, ও চোঁদ বৎসর পর্যন্ত ইউরপের অন্যং রাজাদের সঙ্গে যুদ্ধ করিয়া প্রায় অনেককেই নিঃশেষ করিল। ইহাতেই অবশিষ্ট রাজারা সকলে এক পরামর্শ হইয়া ইংলণ্ডীয়দের সঙ্গে মেল দিয়া ৰোনাপাৰ্ত্তকে পরাজয় করিয়া পদচ্যুত করিল। শেষে নিয়া গিয়া সেন্ট হেলীন নামে সমুত্রের একটা উপদ্বীপের মধ্যে কয়েদ করিয়া রাথিয়াছিল । অনন্তর ১৮২১ শালেতে তথাতেই তাহার পরলোক হইয়াছে। আর যে রাজা পূৰ্বে মারা গিয়াছিলেন, তাহারি ভূত এই ক্ষণে সিংহাসনে বসিয়া রাজত্ব করিতেছেন। ফ্রাসাঁসের ভাষা প্রায় লাটিন ভাষাহইতে নির্গত হইয়াছে, যে হেতুক পূৰ্বে ফুসস্ দেশ ইংলণ্ড দেশের মত রোমাণের অধীন ছিল। সে ভাষা অতি সুশ্রাব্য,অতএব ইউরপেরসৰ্বদেশেতেই চলিত আছে। ঐ ভাষাতে ন্যায় ও জ্যোতিষ প্রভৃতি অনেক সুন্দরং গুস্থ আছে। নি। ফুসীস্থ দেশের মধ্যে প্রধান নগর কি? প | তথাকার রাজধানীর নাম পারিস নগর । ঐ নগরে প্রায় ছয় লক্ষ লোক আছে। লিওন নামে নগরে অনুমান এক লক্ষ লোক; তথাতে য়েসম, ও জরী, ও নানা প্রকার কাপড়ের শিল্প ব্যবসায় অনেক আছে। এবং এই ছাড়া মার্সেন্ধু ও বোর্দো ইত্যাদি নামে আরো কএকটা প্রধানং শহর আছে। 婚 নি। এই ফুঙ্গিীস্থ দেশের বাণিজ্য কেমন ধারা? প। এক শত বৎসর হইলফুসীস্দেশেতে বনাতের, ওকাপড়ের, ও রেসমের, আর সূত, ওরেসমৗ কাপড় ইত্যাদি বাণিজ্যের বড়কারথান ছিল; এই ক্ষণে সে স্থানের উৎপন্ন বস্তুর মধ্যে প্রধান হইয়াছে মদিরা । ঐ ফুসীস্দেশেতেই এখন মদির জমিবার জন্যে যথেষ্ট দুঙ্কাক্ষেত্র আছে; ইউরপের মধ্যে আরং স্থান অপেক্ষায় সে স্থানে অতি উত্তম মদিরা জন্মিতেছে । আর ঐ ফুসীসেতে দুই