পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ তিনটা রূপার আকর অাছে, এব° তামীর ও সীসার কএকটা খানি আছে । আর এই দেশের অনেক স্থানেতে লোহার খনি আছে । এই সকল ধাতু দ্রব্যেতে তাহাদের বাণিজ্য চলে। يصsسسسس مsuنجrn_ssيم ssesي 8 श्रोठे । ৰুসিয়া দেশের বিবরণ । নিত্যানন্দ। এখন রুসিয়া দেশের বিবরণ কিছু বল শুনি? পরমানন্দ। রুসিয়া দেশ অতি বড়; সে দর্ঘেতে চৌদ্দ শত ক্রোশ, প্রস্থেতে আট শত আশী ক্রোশ। প্রায় দুই শত বৎসরের পূৰ্বে ঐ দেশ ইউরপের লোকদের সুন্দর জানা ছিল না, কিন্তু প্রায় এক শত বৎসর হইল পিতর নামে তথাকার এক জন প্রধান রাজা আপনার রাজপদ ছাড়িয়া আসিয়া কতক কাল পর্যন্ত ইলেণ্ড দেশেতে এব° হলাণ্ড দেশে বাস করিয়া, নানা বিদ্যা ও শিল্প বিদ্যা সকল শিক্ষা করিয়া, পূনৰ্বার আপনার দেশে গিয়া প্রজাদিগকে শিখাইয়াছিনেল। ঐ অবধি রসিয়াদের পরাক্রম বাড়িতে লাগিল। ঐ দেশের লোক সস্থ্য তিন কোটি ষাটি লক্ষ। তথাকার অনেক স্থানেতে শীত বড় প্রবল। তাহার উত্তরাশে আশ্বিন মাস অবধি ফাগুণ পর্যন্ত সূর্যের উদয়কালবোধহয় না; এব’জ্যৈষ্ঠ আষাঢ়ে অন্তকালু বোধ হয় না ; এই দুই মাস ছাড়া দশ মাস সেখানে বরফ পড়ে। নি। রুসিয়ার রাজশাসন কি প্রকার ? প। তবে বলি স্তন, ঐ দেশের রাজার রাজ্যেতে একাধিপত্য যাহ করেন তাহাই হয়, রাজার আর মন্ত্ৰিগণের আজ্ঞানুসারে t