পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ovరి , সকল কৰ্ম্ম চলে। সেখানকার ভাষা ভিন্ন, সে ভাষা আর কোন জাতির ভাষার মত নহে। তাছাদের বর্ণমালা বত্ৰিশ অক্ষরে । সে দেশের ইতর লোকদের বিদ্যাভ্যাস অল্প ছিল, এখন ঐ দেশের আলেক সন্ত্র নামে রাজা অনেক ব্যয় করিয়া সৰ্বত্র প্রজাদের হিত এবং নীতি শিক্ষার চেষ্টা করিতেছেন । নি। রুসিয়া দেশে প্রধান শহর কি২ ? প | রুসিয়ার রাজধানী পিতসর্বগ নামে এক শহর প্রধান। এক শত বৎসর হইল পিতর নামেতে রাজা ঐ শহর বসাইয়াছিলেন । অনুমান হয় ঐ শহরে দুই লক্ষ লোক আছে। ঐ দেশের প্রাচীন রাজধানী মস্কে নামে শহর ছিল। আটার শত বার শালে বোনাপাৰ্ত্ত রুপিয়ার প্রতি আক্রমণ করিলে সে স্থান অধিকার করিয়া শীতান্তে রুসিয়ার সহিত যুদ্ধ করিৰে, এই ভয়ে রুসিয়ার সে শহর আপনারাই জ্বলাইয়া দিয়াছিল। পরে ঐ শহরে ও পিতসবর্গের সমান লোক ছিল । আর दछु। नात्म নদীর তীরে অস্ত্রথিান নামে একটা মধ্যবিত নগর আছে, সেখানেও লোক নুনাধিক সত্তর হাজার হইবে । নি। সেখানকার বাণিজ্যের সামগুী কিং, আর কি প্রকার চলিতেছে ? প। কুসিয়ার বাণিজ্যের সামগ্রী চরবী, ও লোম, এবং শণ, ও ধূনা, ও সাবান, ইত্যাদি। এৰ’দিনেং বাণিজ্য অতি সুন্দর রূপ চলিতেছে, ও বাড়িয়া উঠিতেছে । বাণিজ্যের জন্যে তাহীদের এখন চীন দেশ পর্যন্ত গমনাগমন হইয়াছে। প্রতি বৎসর তাহারা চীন দেশহইতে অনেক জব্যজাত আনিয়া বেচা কেনা করে ।