পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e8 ৫ পাঠ । স্পেন ইত্যাদি দেশের বিবরণ । নিত্যানন্দ। তবে এখন স্লেনের বৃত্তান্ত কিছু বল, শুনি। পরমানন্দ । এই ল্পেনের দক্ষিণ ও পূৰ্ব ভাগে পৃথিবীর মধ্যস্থ সমুদ্র, পশ্চিমে পোস্তুগাল দেশ, উত্তরে আটান্টিক সাগরের এক প্রদেশ। এ দেশ যেখানে অধিক লম্ব সেখানে দীর্থে পাচ শত আটাইশ ক্রোশ, আর যেখানে অধিক চৌড়। সেখানে প্রস্থে চারি শত চল্লিশ ক্রোশ । তথাকার লোকসংখ্যাএক কোটি স্লানিয়ার লোক সকল প্রায় রোমাণ কাতোলিক মতে চলে। সে দেশের বিচারের ধারা বড় সুন্দর নয়, যে হেতুক সেখানে এই প্রকার আদালত যে ফরিয়াদির সঙ্গে আসামীর সাক্ষাৎ হইতে দেয় না, এব° আসামীকে ফরাদীর নামও শুনিতে দেয় না । আর সেখানকার ইত্তর লোকদের বিদ্যাভ্যাসের উপায় প্রায় নাই । ঐ রাজ্যেতে এত সৈন্য ছিল যে পূৰ্বেতে তাহদেরহইতে ইউরপের সর্ব দেশের লোকদের ভয় ছিল, এইক্ষণে কেবল নাম মাত্র অাছে। ঐ দেশে জাহাজও অল্প। ল্পেনের প্রধান রাজধানী নগর মাদি। ইংরাজী সাত শত শালে মুসলমানের আসিয়া, স্লেন দেশ জয় করিয়া, সাত শত বৎসরের অধিকও ভোগ করিয়াছিল । নি। তবে ভাই, নেদলণ্ড রাজ্যের কথা কিছু বল, শুনি? প। ঐ রাজ্যের মধ্যে দুইটা দেশ আছে । তাহার মধ্যে প্রথমে সাতটা মণ্ডল আছে, আর দ্বিতীয়ে দশটা মণ্ডল আছে। ঐ সাজুট, ঙলম জড়াইয়া প্রথমটার সামান্য এক নাম হলণ্ড, যে হেতুক তাহার প্রধান মণ্ডলের নাম হলণ্ড। ঐ দেশ দীঘে এক শত ধত্রিশ ক্রোশ,