পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ათ % সে নদী মিসর দেশ দিয়া চলিয়া গিয়া ভূমধ্যস্থ সাগরে মিলিয়াছে। নৗজর ও জাইর নামে আর দুইটা নদী আছে। সেও প্রায় নয় শত ক্রেশ দীর্ঘ। এই আফুিকার মরু ভূমি পৃথিবীর আরখ মরু ভূমিহইতে বড়, এবং মহা ভয়ানক; তাহার মধ্যে সাহারা নামে যে প্রধান মরু ভূমি, সে আট্রান্টিক সাগর অবধি মিশর দেশ পর্যন্ত অবিচ্ছেদে আছে। সে লম্বায় দুই হাজার চারি শত ক্রোশ, প্রসরে ছয় শত ক্রোশ। এ সমুদয় ভূমি কেবল বালুকাময় ও কোন থানেং পৰ্বতাকার বালির ঢিবি আছে। এই মরু ভূমিতে কোনক্রমে কৃষি কৰ্ম্ম চলিতে পারে না। আরবার তাহারি মধ্য থানে কোনং স্থানে উপদ্বীপের মত উর্বর ভূমি আছে, এই হেতুক কেবল লোকেরা যাতায়াত করিতে পারে । আফুিকার মধ্যে নানা রাজ্য আছে; প্রথমতঃ থলুস রাজ্য, দ্বিতীয়তঃ মিসর রাজ্য, তৃতীয়তঃ আফ্রিকার উত্তর ভাগেতে মুসলমানদের কতক রাজ্য। চতুর্থ আফুিকার দক্ষিণ ভাগেতে উত্তমাশা অন্তরীপ, যাহাকে বলে কেপ, ঐ কেপ অবধি কতক গুলা দেশ। পঞ্চম আফ্রিকার পূর্ব ভাগের কতক প্রদেশ । ষষ্ঠ ঐ দেশের অন্তঃপাতি নানা উপদ্বীপ। নি। তবে থক্য দেশ কেমন? প। তবে গুন। শুফ নামেতে যে এক সমুদ্র আছে, ও আদেল নামেতে যে এক ক্ষুদ্র রাজ্য আছে, ঐ দেশ পূৰ্বদিকে সেই পর্যন্ত দক্ষিণদিকে জেণ্ডারে আর আলাবা নামে দুইটা ক্ষুদ্রদেশ। ইহার পশ্চিম দিকে সেনারদেশহইতে যে ইহাকে ভাগ করিয়া রাখিয়াছে সেই পৰ্বত ও একটা মরু ভূমি। এবং ইহার উত্তর দিকে কতক গুলা ক্ষুদ্র দেশ, যে সকল দেশেতে খর্স দেশ আর মিসর দেশ পরল্পর ভূিন্ন হইয়া আছে । এ দেশ পাঁচ শত ক্রোশ দীঘে ও চারি শত আশী ক্রোশ প্রস্থে ।