পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سeb* নি। ভাল, তবে মিশর দেশ কি প্রকার, তাহ ৰল। দেখি ? প। তাহার উত্তর ভাগেতে ভূ মধ্যস্থ সাগর আছে, ঐ সমুত্র ব্যবধান আছে ; এই জন্যে ইউরোপের সঙ্গে এ দেশ ভিন্ন ; এবং পূর্ব ভাগে শূফ সমুদ্রদ্বারা আসিয়া দেশের সঙ্গে ভিন্ন । এই দেশেতে লোক বসতি হইয়াছে চারি হাজার বৎসর, আর পূৰ্বে বিদ্যাতে ও পরাক্রমেতে সে অতি প্রশংসার স্থান ছিল ; কিন্তু এখন অন্য দেশের অপেক্ষায় নীচ হইয়া পড়িয়াছে। এই দেশের প্রধান নগর কাহিরা, অনুমান হয় কাছিরাতে তিন লক্ষ লোক আছে ; সেই নগরই প্রায় আফ্রিকার রাজধানী, যে হেত্তক আফুিকার আর কোন নগরে এক লক্ষ লোকও নাই ! এই দেশের প্রাচীন রাজধানী ছিল আলেকুম্রিয়া নগর ; সে নগর আলেক্সান্দু, কি না সেকন্দর বাদশাহ, বসাইয়াছিলেন, সেই হেতুক অন্যত্রে ঐ সহরের সেকন্দর বাদশাহ বলিয়া ধূনি আছে ; সে এখন প্রায়ঃ লুপ্ত হইয়া গিয়াছে। আর পূৰ্বে রোসেত্তা ও দমিএন্ত নামে দুইটা নগর ছিল, সে দুইটা ও এখন ভাঙ্গা ভগ্নের তলে পড়িয়াছে। ঐ দেশের প্রধান নদীর নাম নীল নদী, ঐ নদীর দ্বারা সে দেশের ভূমি বড় উৰ্বর। তাহাতে ভূমির এত উপকার হয়, যে প্রায় বৃষ্টির অপেক্ষ রাখে না । নি। মিশর দেশের কোন বিশেষ আশ্চর্য্য আছে ? : প। বটে, তবে বলি গুম। পূৰ্বকালে ঐ দেশে অনেক আশ্চর্ষা কৰ্ম্ম হইয়া গিয়াছে, তাহার মধ্যে পিরামিদ নামে যে কৰ্ম্ম সে একটা বৃহৎ কৰ্ম্ম। ঐ পিরামিদটা বস্তু কি তাহা জান ? সে একটা অতি উচ্চ স্তম্ভ বিশেষ ; সে নীচে চারি কোথা, কিন্তু ক্রমেং তাছার অণু ভাগ সূচির মত ও সূক্ষ্ম হইয় উঠিয়াছে। এই আকারের পিরামিদ সে স্থানে অনেক আছে, তাহার মধ্যে প্রধানয়ে পিরাজিন নীচের ভাগ চারিদিগে नृशंग् পাঁচ শত হত, এৰ উত্ত্বেও পাঁচশত