পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূগোল এবং জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথন । -ఆ&*సెబe=

  • x ش د. . * * : :
  • ১ প্রথম ভাগ : ;
  1. .

م-سسته مم-سسسه ১ পাঠ । পৃথিবীর আকার এবং পরিমাণের বিবরণ । নিতানন্দ পরমানন্দকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও হে ভাই পরমানন্দ, এই পৃথিবীর বিবরণ তোমার ঠাই কিছু শুনিতে ব্যঞ্জ করি, যদি বলিতে পাের, তবে অনুগ্রহ করিয়া ক্রমেং আমাকে বুঝাইয়া দে ও । ইহার মধ্যে আগে এই জিজ্ঞাসা করি, যে পৃথিবীর আকার কেমন ? পরমানন্দ বলিতেছেন, তলে শুন, পৃথিবীর আকার গোল, কিন্তু সৰ্বতোভাবে গোল নয়, ফলতঃ উত্তর দক্ষিণাশে কিঞ্চিৎ চাপ আছে, তাহার একটা দৃষ্টান্ত স্থল বাতৰি লেবু যেমন তাহার বেঁটার নিকট ও নীচে কিঞ্চিৎ নিমু থাকে, পৃথিবীর আকার ও তেমনি জানিবা | নিত্যানন্দ ভাল, পৃথিীর আকার যে গোল ইহার প্রমাণ কি ? পরমানন্দ । বলি শুন, তিন শত বৎসর ৭rত হইল, স্নেন দেশহইতে মাগেন্নান নামে এক সাহেব জাহাজ গুলিয়। ক্রমে পূৰ্ব মুথেই চলিয়া গিয়াছিলেন, এই রূপে চলিতে ১১২৪ এগার শত চৰ্বিশ দিনে ঐ জাহাজ পৃথিবী বুেষ্টন করিয়া পনৰ্বার স্বদেশে আসিয়াছিল । তাহার পর ই°রাজ লোকের