পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిeసి হাত । ঐ সকল পিরামিদ যে কে গাথাইয়াছিল, এবং কি জন্যেই বা গাথাইয়াছিল, তাহার নিশ্চয় হয় না । ইংরাজী ১৮১৮ শালেতে ইতালি দেশের এক ব্যক্তি বড় চেষ্টা করিয়া একটা পিরামিদ গুদিয়া মধ্যখান পর্যন্ত তাহার ভিতরে প্রবেশ করিয়াছিলেন, কিন্তু দেখিলেন, যে সেখানে কেবল কতক গুলা হাড়মাত্র পাওয়া গেল । তখন লোকেরা অনুমান করিলেক, যে এ কেবল কবরস্থান মাত্র । কম বেশ প্রায় চারি হাজার বৎসর হইল যে সকল পিরামিদ তৈয়ার হইয়াছে, সে এমন শক্ত করিয়া গাথা গিয়াছে যে এত কাল গেল এবং কতশত বড় বৃষ্টি তুফান, ও কতবার দেশ দেশান্তরের রাজাদের সঙ্গে পরল্পর বিরোধ বিসম্বাদ গেল, তথাপি সে এখন পর্যন্ত ও নিটট হইয়া আছে। আর এই দেশেতে পাতরেতে খোদা অতি বৃহৎ কায় মানুষের একটা আকার আছে, যে এখনও চীতপাত্র হইয়া পড়িয়াছে। সে যে কত বড় সে কথা আর কি বলিব, তাহার কাণের উপরে দাড়াইয়া মানুষে তাহার নাক লাগাল পায় না, এই প্রকার অনেক ছবি সে দেশে আছে। এ সকলও যে কে করিয়াছে তাহারে নিদর্শন কিছু নাই । নি। ওহে ভাই, এ কথা সুনিয়াতে বড়ই সন্তুষ্ট হইলাম, আর তাহাতে এই জ্ঞানও পাইলাম, যে ঈশ্বরের রাজ্য বিনা আর সকলি অনিত্য ; যে হেতুক দেখ দেথি এই পৃথিবী মণ্ডলেতে অতিশয় থ্যাত্যাপন্ন এব• মহা প্রতাপী ছিল যে এই মিসর রাজ্য, সেও এখন সকলহইতে খাট হইয়া পড়িয়াছে কিন্তু, এখন আর একটা জিজ্ঞাসা করিতেছিলাম, কি না আফুিকার পশ্চিমে কোনং দেশ আছে ? প। ঐ ভাগের বিষয় সকল বিস্তর বাহুলা মতে জানুযায় নাই, কেবল নাম মাত্র সুনা গিয়াছে। তাহ বলি গুন। ঐ ভাগের মধ্যে প্রধানং এইং সকল দেশ আছে, প্রথম জলোপ, দ্বিতীয় ফৌলা,