পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

י"גל তৃতীয় গিনি, চত্তর্থ মাদিঙ্গো, পঞ্চম কোরমান্তি, ষষ্ঠ ৰেনিন; সপ্তম কঙ্গে ও আঙ্গোলী রাজ্য। এ সকলের বিশেষ কিছু জানি না, অতএব বলিতে পারিব না ; কিন্তু কেহ ২ বলে, যে জলোপের উদ্রোগী ও যোদ্ধা বড়, এবং মান্দিঙ্গে লোকের নমুম্বভাব। পূৰ্বে ইউরপের লোকের ঐ দেশে গিয়া, অতি অন্যায় করিয়া লোক ধরিয়া আনিয়া, দেশ বিদেশে নিয়া গিয়া গোলাম করিয়া বিক্ৰী করিত। কতক বৎসর হইল ই-গ্লণ্ডের রাজা ঐ বাণিজ্যের বারণ করিয়াছেন; আর স্লানিয়ারদিগকে বত্ৰিশ লক্ষ টাকা দিয়া সে দেশেও ঐ অন্যায় বাণিজ্য বারণ করিয়া দিয়াছেন ; এব° অন্য২ জাতিরা যে তাহ। আর না করে এ জন্যে অনেক চেষ্টা পাইতেছেন। আর ই-গ্রণ্ডের লোকের সে দেশে গিয়া ঐ গোলামি করা দায়ে থাকিয়া মুক্ত যে কাফ্রি সকল তাহাদিগকে বাসস্থান ইত্যাদি দিয়া তাহাদের বিদ্যা শিথাইবার চেষ্টা করিতেছেন । নি। ভাল, তবে ঐথানকার দক্ষিণ ভাগের বিবরণ কিছু বলিবেন ? প। আফুিকার দক্ষিণ ভাগেতে উত্তমাশা নামে অন্তরীপ আছে, যাহাকে বলে কেপ । তিন শত বৎসর হইল ঐ অন্তরীপ জানা গিয়াছে, সে এখনই"ণ্ডীয়দের অধিকার। সেখানে কমবেশ প্রায় বিশ হাজার গোরা লোকের বাস আছে, আসল ঐ দেশীয় লোকেরা পৃথিবীর সকল লোকের কাছে নীচ ছিল, এক্ষণে ইউরপীয় লো‘কদের চেষ্টার দ্বারা সেখানকার লোকেরা বিদ্যা শিথিয় ক্রমেধ, উচ্চ পদ পাইতেছে । নি। অফুিকার মধ্যে কোন উপদ্বীপ আছে ? প। ঐখানে উপদ্বীপ কএকটা আছে, তাহার মধ্যে প্রধান উপদ্বীপ মাদাগাস্কর। সেট দৗর্থে সাত গৃত বিশ ক্রোশ, এবং প্রস্থে এক