পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΣΧΣ শত আশী ক্রোশ, সে আপন দেশের রাজার অধীন। যে সকল মণ্ডল আছে সেই সকল মণ্ডলের যাহার কৰ্ত্ত তাহাদেরই আপনং আয়ত্ব। তথাকার লোক সকল দেবপূজক, এবং বড় অসভ্য অর্থাৎ বড় ওরোম্বা; এক্ষণে সেখানকার রাজা ই°গ্রগুহইতে নানা বিদ্যাতে বিদ্বনি এমন কতক গুলি লোক অনাইয়া প্রজাদিগকে অনেক প্রকার শিল্প বিদ্যা ও লেখা পড়া এব’ ধৰ্ম্ম পুস্তক শিথাইতেছেন। ইহার পূর্বদিগে পেম্বা নামে একটা উপদ্বীপ আছে। তৃতীয় কোমর নামে দ্বীপ সমূহ। চতুর্থ মাদাগাস্করের পূর্ব ভাগে মরিসিয়স ও বোবর্ণ উপদ্বীপ। পঞ্চম আফুিকারপশ্চিমে সেন্ত হেলৗন, সে ইক্সণ্ডীয়দের অধিকারে ; বোনাপাত সেই স্থানে বন্দি হইয়। ১৮২১শালে মরিয়াছেন । ষষ্ঠ, সান্ত তমস নামে খ্যাত একটা ক্ষুদ্র উপদ্বীপ, সে পোর্কুীশদের অধিকারে । সপ্তম, কেপ ডে বেদ নামে উপদ্বীপ। অষ্টম, ঐ সকল ভাগের উত্তরে কানেরি, সে কতক গুল উপদ্বীপ ; তাহার একটার নাম তেনেরিফ, ঐ তেনেরিফে এমন একটা পৰ্বত আছে, যে সমুদ্র হইতে সাত হাজার দুই শত হাত উচ্চ, ও ষাটি ক্রোশ দূরে থাকিয় দেখা যায়। নবম, মাদের উপদ্বীপ, সে দীঘে৪৫ ক্রোশ, প্রস্থে ১৮ ক্রোশ; সেখানহইতে তদেশ নামে খ্যাত অত্যুত্তম মদির আইসে। তথাকার লোকসংখ্যা চৌষট্টি হাজার। ৭ পাঠ । আমেরিকার বিবরণ । নি ও হে ভাই পরমানন্দ, আসিয়া প্রভৃতি পৃথিবীর তিন ভাগের বিষয়ঞ্জনিয়া তো আপ্যায়িত হইলাম ; এখন বাকী চতুর্থ ভাগ আমেরিক তাহার বিবরণ কিছু শুনিতে ইচ্ছা করি ?