পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

))శ్చి প। ভাল, তাহাও বলি, শুন । পূৰ্বেতেই বলিয়াছিলাম, সে একটা স্বতন্ত্র দ্বীপ। তিন শত পয়ত্রিশ বৎসর হইল, অর্থাৎ ই-রাজী ১৪১২ শালে, জগতের অন্যং খণ্ডের লোকে প্রথমে ঐ দ্বীপকে জানিয়াছিল; ইহার পূৰ্বে কেহ জানিত না। সেই আশ্চর্য্য কৰ্ম্মের বিবরণ কিছু বলি,গুন চুম্বক পতরের গুণ প্রকাশের দুই শত বৎসর পরে জিনোয়া দেশেতে এক ব্যক্তি জন্মিয়াছিল, তাহার নাম হইল কলম্বস। তখন ইউরপের মধ্যে পোর্কুীশের প্রধান নাবিক ছিল। কিছু দিনের পর কলম্বস পোর্কুীশদের সঙ্গে জাহাজে যাতায়াত করিতে ২ জাহাজ চালাইবার কৰ্ম্মে বড় নিপুণ হইয়া উঠিল; আর মনে ২ ঠাহরাইয়া স্থির করিল, যে ইউরপের অজ পশ্চিমে গেলে নিশ্চয় ভারত বর্ষে যাওয়া যায়, অতএব তাহার চেষ্টা করা উচিত । কিন্তু তথনকার অতি বড় ২ যে জাহাজ, সেও তিন হাজার মোন বোঝাই নয়, এমন মহাজনী নৌকা অপেক্ষায় বিস্তর বড় ছিল না, এবং তৎকালে এত ভাগ্যবান মহাজনও ছিল না ; অতএব সে বিষয়ের সহায়তার জন্যে তাহাকে কোন রাজার উপাসনা করিতে হইল! তাহাতে অনেকের কাছে নানা প্রকার চেষ্টা করিয়া দেখিলেন, আর কোন থানে তো কিছুই হইল না; শেষেতে স্লানিয়ার রাজার রাণীর অনুগ্রহ পাইয়া ক্রমেতে তাবৎ দুবের আয়োজন প্রস্তুত হইলে ১৪১২ শনের ৩ আগষ্টেতে কলম্বস জাহাজে আরোহণ করিলেন। তিনি যখন জাহাজে উঠেন, তখন সমুদ্র তীরেতে অনেক লোক একত্র হইয় তাহার মনস্কামনা সিদ্ধির নিমিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করিতে লাগিল। কলম্বস জাহাজে উঠিয় নিরালা পশ্চিম মুখে জাহাজ চালাইয়া দেশান্তরে যাত্রা করিলেন, আর নাe ১ অক্তোবরের মধ্যে ঐ জাহাজ ১৯৫৫ ক্রোশ পঞ্চ চলিয়া গিয়াছিল; কিন্তু ইহার মধ্যে ১ দিন পর্যন্ত মৃত্তিক না দেখিতে পাইয়া