পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

סאלצ নাবিকেরা যথেষ্ট খেদ করিয়া পুনৰ্বার দেশে ফিরিয়া যাইবার জন্যে বিস্তর চেষ্টা করিলেক; কেননা তাহীদের মনের মধ্যে এমনি এক থানা অভরসা জন্মিয় উঠিল, যে ইহার সঙ্গে গেলে আমরা বুঝি আর বাচিয়া দেশে যাইতে পারিব না ; এই জন্যে সকলেই মনে২ ঠাহরাইল, যে কলম্বসকে সমুদের মধ্যে ভাসাইয়া দিয়া আমরা জাহাজ লইয়া ফিরিয়া যাই । কলম্বসও বিবেচনা করিয়া দেখিলেন, যে ৰিনয়দ্বারা কিম্বা আজ্ঞাদ্বারা আরতে ইহাদিগকে থামাইয়া রাখা যায় না; এই হেতুক সকলের সম্মুখে এইট প্রতিজ্ঞা করিলেন, যে তিন দিনের মধ্যে যদি নূতন দেশ নপাই তবে একান্ত ফিরিব । তিনি কি ভরসায় অমন প্রতিজ্ঞা করিয়াছিলেন, না তথকালে জল মাপিবার রসী সমূদূের মধ্যে ফেলিয়ামাটী পাওয়া গেল ; এবং সমুদ্রের উপরে ভাসিয়া আসিতেছিল যে এক থলুয়া নুতন ফল ও কতক গুলা ছেড়া বেত, তাহ পাওয়াতে কলম্বসের আরো অধিক ভরসা জন্মিয়াছিল। ১১ অক্তবরে সন্ধ্যাকালে কলম্বস জাহাজের পালি জড়াইতে আজ্ঞা দিলেন । সেই রাত্ৰিতে কেহ আর চক্ষুর পাতা না বুজিয়া সকলেই সতর্ক থাকিল, কিন্তু কলম্বস রাত্রি দুই প্রহর সময়ে অতি দূরে একটা আলোচলিতেছেদেখিলেন তৎকালে আগা জাহাজের লোকেরা দেশষ করিয়া চেচাইয়া উঠিল । তথনি জাহাজের লোকেরাও সেই আনন্দ ধুনির প্রতিধুনি করিয়া উঠিল। পর দিন প্রাতঃকালে ১২ অক্তোবরে দেড় ক্রোশ অন্তরে তাহারা ভূণ বৃক্ষাদিতে জড়িত একটা উপদ্বীপ দেখিতে পাইল। দেখিবামাত্র আনন্দেতে ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিল, ও গান করিতে লাগিল, আর জাহাজের সমস্ত লোক কলম্বসের পায়ে ধরিয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিল । তাহার পর জাহাজের উপরছইতে নৌকা নামাইয়া গান ও বাদ্যের সহিত দাড় টানিত্তেং সকলে কিনা