পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ রায় গেল, এবং কলম্বসের উদূেগেতেই নুতন দেশ দেখা গেল,সেই জন্যে প্রথমে তাহাকেই কিনারায় নামাইল; অনন্তর সকলে বাদ্য যন্ত্রাদি লইয়া সেই ভূমিতে নামিয়া পুনৰ্বার হাটুগাড়িয়া ঈশ্বরের ধন্যবাদ করিল, এবং সেইখানে স্লানিয়ার রাজার নামে নিশান ভুলিয়া সে দেশ ঐ রাজার নামে অধিকার করিল। এই রূপে আমেরিকা দেশ প্রথমে জানা গিয়াছিল। তাহার পর ক্রমেং স্লানিয়ার এব• ইউরপের অন্য২ জাতিরা সেখানে গিয়া বসতি করিতে লাগিল । আমেরিকার প্রথম দর্শন কালে কলম্বসের সঙ্গে গিয়ছিল যে আমেরিকস বেল্লসিয়স নামে এক জন নাবিক, সে দুই বৎসর বাদে পুনৰ্বার দেশে আসিয়া সেই নূতন দেথা দেশের বিবরণসকল প্রথমে ছাপাইয়াছিলেন, এই হেতুক তাহারি নামানুসারে ঐ দেশের নাম হইল আমেরিকা । নি। ওহে ভাই, এই যে প্রকরণটি বলিল সে তো আশ্চর্য বটে। ভাল, আমেরিকার সীমানা লম্বা চোড়ায় কোন দিগে কত ক্রোশ, আর সেখানে কোন প্রকার লোক কত আছে ? প। সে দক্ষিণ উত্তরে লম্বায় সাড়ে সাত হাজার ক্রোশ, এব• পূৰ্ব পশ্চিমে চৌড়ায় তিন হাজার নয় শত ক্রোশ। আসল আমেরিকার লোকেরা বড় অসভ্য, তাহদের নিয়ত বসতির স্থান নাই, সৰ্বদ বনেং পশ্বাদি মারিয়া ও মৎস্যাদি ধরিয়া কালকাটায়। আর আমেরিকাতে যে সকল ইউরপের লোক আছে, তাহাদিগকে এখন লোকে আমেরিকান অর্থাৎ মারকিন বলে; তাহারাই প্রায় সে দেশকে পরিপূর্ণ করিয়া আছে, এবং প্রতি বৎসর ইউরপের নানা স্থানের অনেক লোক স্ত্রী পুত্রাদি লইয়া গিয়া সেখানে বাস করিতেছে ; অনুমান হয়, যে পূৰ্বে সেখানে ত্রিশ লক্ষ লোকের অধিক ছিল না, এক্ষণে তিন কোটি লোকের কম নাই। সে দেশেতে