পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৫ বৎসরং যত লোক বৃদ্ধি হয়, পৃথিবীর মধ্যে আর কোন ঠাইতেই তেমন নয়। এই আমেরিকার ভাগ আছে দুই, উত্তর আমেরিক ও দক্ষিণ আমেরিকা । নি। ভাল, উত্তর আমেরিকা কেমন ঠাই ? প। উত্তর আমেরিকার পূৰ্বে আটান্টিক মহাসাগর, পশ্চিমে পাসিফিক সাগর,দক্ষিণে দক্ষিণ আমেরিকাও পানাম নগর,তাহার উত্তর হিম সাগর, উত্তর পশ্চিম ভাগে বেরি" মোহানার দ্বারা অাসিয়ার সঙ্গে বিভক্ত হইয়াছে । সেখানে যে সকল লোক আছে তাহারা প্রথমে ই%াণ্ডহইতে আসিয়া ঐখানেতে বাস করিতেছে এই হেতুক তাহদের ভাষা ও ব্যবস্থা ইত্যাদি প্রায় ঠিক ইরাজ লোকদের সমান। তাহদের দুই রাজসভা আছে, কিন্তু তাহাতে ই•গ্রগুর মত রাজা এক জনও নাই, এবং বিশেষধ লোকের বিশেষ২ মর্য্যাদার পদবী নাই; তবে কি না ঐ সভার মধ্যে একই জনকে বাছিয়া নিয়া চারিং বৎসরের নিমিত্তে রাজার পদে নিযুক্ত করে। তিনি মাসের মাস চারি হাজার টাকা দরমাহ পাইয়া ঐ চারি বৎসর পর্যন্ত রাজত্ব করিতে পান। আর প্রত্যেক লোক আপনার মতে ঈশ্বরের সেবা করিতে পারে, এবং বিচার কৰ্ম্ম সুন্দর রূপে চলে। প্রত্যেক ব্যক্তি আপনারং উপাজিত ধন নিষ্কণ্টকে ভোগ করিতে পায় ; ফলতঃ প্রজাদের উপয়ে রাজার দৌরাত্ম্য নাই, ও ছলেতে কিম্বা বলেতে দণ্ড করিয়া ধন লওয়া নাই। যুদ্ধের উদ্বোগ না থাকাতে তথন সৈন্য সামন্ত কোথাও কিছু নাই; কিন্তু যদি যুদ্ধ উপস্থিত হইল, তখন প্রত্যেক জন আপনং দেশ রক্ষার নিমিত্তে যুদ্ধ করিবার জন্যে আপন আপনি আসিয়া তৈয়ার হয়। তাহারা যুদ্ধের জাহাজ বানাইতে চাহিলে অনায়াসে বানাইতে পারে, কেননা জাহাজের কাষ্ঠ ও সাজ সরঞ্চম সকলি ঐ দেশে মেলে; এবং