পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২৯ তথাকার নাবিকেরাও ই গণ্ডের নাবিকদের মত সাহসিক। অধিক আর কি বলিব ? তাহারা সকল বিষয়েতেই ই%াণ্ডীয়দের সঙ্গে অবিশেষ । তথাতে টোল চৌৰাড়ী অনেক আছে, আর সে দেশের প্রায় কেহই মুখ হইতে পরিবে না, কেননা ইতর লোকদের বিদ্যার নিমিত্তে সকলে একান্ত চেষ্টা করে, এবং খয়রাতী পাঠশালা প্রায় সকল স্থানেতেই আছে । নি। সেখানকার কোনং নগর প্রধান ? প। তথাকার প্রধান এক নগর বাসিন্টন, সে সৰ্বমণ্ডলের রাজধানী। দ্বিতীয়, ফিলাদেলফিয়া, অনুমান হয় এই নগরে লক্ষ লোক আছে। তৃতীয়, নূয়র্ক অনমান ইহাতেও কম বেশ এক লক্ষ বিশ হাজার লোক আছে। চত্তর্থ বষ্টন, সেখানেও আন্দাজী চল্লিশ হাজার লোক আছে । ইহা ছাড়া অনেক২ নগরও আছে। এক্ষণে আমেরিকার বাণিজ্য প্রায় পৃথিবীর সকল ভাগেতেই চলিতেছে। নি। ও হে, সে দেশতো উত্তম বটে, আর বিদ্যাতে এবং সুধারাতে দেশের কিং উপকার হয় তাহা আমি সূদর রূপে বুঝিলাম। ভাল, ঐ দেশের দ্রদ ও নদ নদীর বিশেষ কিছু বলিতে পার ? প। উত্তর আমেরিকার দ্রদ এমন বড়, যে তাহাকে প্রায় সমূত্র বলা যায় ; পৃথিবীর মধ্যে আর কোন এমন বড় দ্রদ নাই সে সকল জদের নাম এইং, সুপারিয়র, ও মিচিঙ্গান, ও হুরোণ, ও এরি জ্বদ, ইহার দীর্থে সাড়ে তিন শত ক্রোশ, প্রন্থে এক শত ক্রোশ। এখানকার প্রধান নদী মিসিসিপি, এ নদী লম্বায় বার শত ক্রোশ। দ্বিতীয় নদীসান্ত লারন্ধু। তৃতীয় নদী, বোর্বণ। চতুর্থনদী পশ্চিম ভাগে ওরিগান। অনুমান হয় যে এই চারি নদীর জন্মস্থান পরল্পর এক শত ক্রোশের অধিক অন্তরনয়। পঞ্চম,ওহীও নামে এক অতি সুন্দর নদী; সে নদী দীঘে এগার শত ক্রোশ চলিয়া আসিয়া মিসিসিপি নদীর