পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

רגל সঙ্গে মিলিয়াছে । এ সকল ছাড়া মিসূী ও দেলাবার ও হান ইত্যাদি অন্য২ নদীও আছে! নি । উত্তর আমেরিকাতে স্লানিয়াদের কোনং দেশ অধিকার ছিল ? প । এই সকল দেশ। প্রথমতঃ মেকসিকো, ইহার একটা নামস্তর আছে নবল্পানিয়া । দ্বিতীয়তঃ নব মেকসিকে তিন শত বৎসর হইল স্লানিয়ার ঐ সকল দেশ আপনাদের অধিকারের মধ্যে করিয়া নিয়াছিল, এখন ঐ দেশের লোক সকল স্লানিয়াদের অধিকারে অতিশয় দুঃখ ক্লেশ পাইয়া স্বতন্ত্র হইয়াছে। সে দেশে সোণী রূপার আকর অাছে, এই প্রযুক্ত সে অতি প্রসিদ্ধ স্থান; কিন্তু সে দেশের ইতর লোকদের প্রায় বিদ্যাভ্যাস নাই, এবং তাহারা প্রায় সকলেই অজ্ঞতাতে ও দুয়ূেতে ডুবিয়া রহিয়াছে। পূৰ্ব ও পশ্চিম ফ্লরিডা স্লেন লোকের অধিকার ছিল, কিন্তু কতক বৎসর হইল তাহারা সন্ধি দ্বারা ঐ দেশ আমেরিকার লোকদিগকে দান করিয়াছে । নি । তথাতে কেনিং দেশ ইংলণ্ডীয়দের অধিকার ? প। তথাতে ইংলণ্ডীয়দের অধিকার কানড়া, নুবুনুক ইত্যাদি কতক গলি স্থান আছে। আর গ্রীনলণ্ড নামে এক দেশ আছে; সে দোকদের অধিকার ; তাহাকে এখন ও আমেরিকার সামিল গণিতে হয়, কেননা সে উত্তর পূর্বভাগে আমেরিকার সঙ্গে মিলিত আছে; সে দেশ পৰ্বতে ও বরফেতে ও হিমেতে জড়িত। নি। ভাল, উত্তর আমেরিকার কথা তো শুনিলাম, এখন দক্ষিণ আমেরিকার কথা কিছু বল দেখি, শুনিতে বাঞ্ছা করি। প। ঐ দেশ লম্বায় সাড়ে তিন হাজার ক্রোশ, প্রন্থে দুই হাজার সাড়ে চারি শতক্রোশ । এই বৃহৎ দেশ স্লানিয়া ও পোর্বুর্গাশ এই