পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏱᎭ দই জাতির অধিকার ছিল,কিন্তু ক্রমেং মেকসিকো দেশের মত,কতক . প্রদেশ স্বতন্ত্র হইতেছে । এই দেশে অন্যং দেশ অপেক্ষায় বড় নদী আছে, এবং অতি বড় অশ্চিয্য পৰ্বত অাছে। প্রথম নদী আমাজন, সে দুই হাজার আট শতক্রোশ চলিয়া আসিয়া আটান্টিক সাগরে মিশিয়াছে; দ্বিতীয় রীও দে লা প্লাতা, অর্থাৎ রূপ্য প্ৰসবিনী নদী; এ । নদী আমাজন নদীহইতে দীঘে ছোট। তৃতীয় ওরোনুকো নামে নদী, এ নদীও আটান্টিক সাগরে আসিয়া মিলিয়াছে। এই দেশে আন্দেশ নামে অতিশয় লম্বা এক পৰ্বত শূেণী আছে, ইহার যে অতিশয় উচ্চ শৃঙ্গ আছে সে সমুড়হইতে মাপিতে উদ্ধে তের হাজার পfচ শত বিশ হাত উচ্চ হইবে। এদেশে আরো এক অগ্নিময় পৰ্বত আছে, সেও বড় নুন নয়,উদ্ধে বার হাজার হাত। নি। এ দেশের লোকসংখ্যা কত ? প। এই বৃহৎ দেশে স্লানিয়াদের অধিকার যে ছিল তাহাতে এক কোটি বিশ হাজার লোক আছে । এই থানে সোণা রূপার অকিরের রাজস্ব সনখ তিন কোটি টাকা আদায় হয় ] এ দেশের ইতর লোকদের প্রায় বিদ্যা নাই। এথাকার রাজধানী লীমা নামে নগর,অনুমান করি ঐনগরে পঞ্চাশ হাজার লোক আছে। এবং এ দেশেতে পোঞ্জু গীশদের অধিকারের নাম বুজৌল, সে দর্ঘে ও প্রন্থে আটার শত ক্রোশ,অর্থাৎ চারিদিগে সমান; ইহার প্রধান নগর রীও জানেরো; এই দেশে হীরার আকর আছে, কিন্তু সে হীরা ভারত বর্ষের হীরার সমান নয়। অার এথানকার লোক সPথ্য সত্তর লক্ষ । নি। দক্ষিণ আমেরিকাতে আর কোন জাতির অধিকার আছে কি না ? o প। ই.আছে, কায়েন নামে এক দেশ ফরাসিসদের অধিকার, তথাতে এ দেশের বাণিজ্যের প্রধান বস্তু রক্তবর্ণ গোল মরিচ ।