পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o, ও অন্যং ইউরপীয় অনেকে, কেহ বা পূৰ্ব মুখে কেহ বা পশ্চিম মুখে, অনবরত জাহাজ চালাইয়। পৃথিবীকে বেষ্টন করিয়া আসিতেছে । আর ৬০ ষাই ট বৎসর হইল মহাখ্যাত্যাপন্ন কাপ্তেন কুকু সাহেব দুই তিন বার পৃথিবীমণ্ডল বেষ্টন করিয়াছিলেন । এইক্ষণে পৃথিবীমণ্ডল ঘুরিয়া আসা এমন সুগম হইয়াছে, যে বাণিজ্যের জাহাজ ৯ মাসের মধ্যে পৃথিবীকে এক বার বেস্টন করিয়া আসিতেছে । অতএব পৃথিবী যদি গেল ন হইত, তবে জাহাজ না ফিরাইলে লোকের কোন প্রকারে স্বদেশে আসিতে পারিত ন! | দ্বিতীয় প্রমাণ, সমূদ্রের মধ্যে অতিদূরহইতে যখন কোন জাহাজ নিকট আইসে তখন লোকের প্রথমে জাহাজের সৰ্বর্ণবয়ব BB BB BBS BBBS BBB BSDDBBB BBBS BBBB KBSBBB পর যত নিকটে অসিতে থাকে ততই ক্রমেং জাহাজের তলা পর্যন্ত দেখিতে পায়; এবং জাহাজের লোকেরাও যখুন তীরহইতে অতিদূরে থাকে, তখন প্রথমে কেবল তীরের উচ্চ ভূমি দেখিতে পায়, ক্রমেতে যত নিকটবর্তী হইতে থাকে ততই গাছ পাল ও ঘর দ্বার এবং মৃত্তিক পর্যন্ত সমস্ত দেখিতে পায় । আর যেমন সমুদ্রকে গোল দেখা যায়, পৃথিবীকে তেমন গোল দেখা যায় না ; তাহার কারণ এই, যে পৃথিবীর উপরে গাছ পালা পৰ্বত ইত্যাদি তানেক ব্যবধান তাছে, এই সকল গোল দর্শনের প্রতিবন্ধক, ঐ প্রতিবন্ধক না থাকিলে পৃথিবীর আকৃতি যে গোল ইহা অনায়াসে দেখা যাইত ৷ ইহার সাক্ষী দেথ ; উত্তর অঞ্চলে তাতার নামে এক দেশ আছে, তাহাতে গাছ পালা পৰ্বতাদি নাই, সেখানে অতিদূরে এক ব্যক্তিকে অন্য ব্যক্তির দেখিতে হইলে প্রথমে তাহার মস্তক দেখিতে পায়, পশ্চাৎ যত