পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই ই য়াছেন, যে পৃথিৰৗহইতে সূর্যাকত দর অস্তরে। আর উছিারা বলেন; ষে পৃথিবী মণ্ডলহইতে সূর্য মণ্ডল দশ লক্ষ গুণেতে বড়। ইহাতে যদি বল, যে তৰে একখানি ক্ষুদ্র থালের আকারের মত দেখা যায় কেন, সেই জন্যে প্রত্যক্ষ প্রমাণসিদ্ধ একটা দুষ্টান্ত বলি গুন। যেমন কোন স্থল এবং দীর্ঘ কায় যুৱ পুরুষ এক জন বড় উচ্চ কোটার উপর উঠিলে নীচের লোকে তাহাকে একটি ছোট বালকের মত দেখিতে পায়, তেমনি পৃথিবীহইতে আট কোটি ছত্রিশ লক্ষ ক্রোশ অন্তরে আছে যে সূৰ্য্য, সে অতি বৃহৎ হইলেও একখানি থালের ন্যায় দেখা যায় । নি। ভাল, তবে গুহ সমুদ্রয়েতে কত গুলি, আর তাহদের নামই বা কি২ ? প। পূৰ্বে জানা গিয়াছিল, যে বুধ, শুক্র, পৃথিৱী, মঙ্গল, বৃহন্নতি, শনি, কেবল এই মাত্র ; পরে ১৭৮১ শালে আর একটা গুহ দেখা গিয়াছিল, তাহার নাম জজিয়ম ; এবং তাহারি আর কএক বৎসর পরে আরো চারিটা গুহ জানা গিয়াছে, ক্রমশঃ তাহাদের নাম বলি গুন। একটার নাম শীরিশ, দ্বিতীয়টার নাম পাল্লাস, ততীয়টার নাম জুনে, চতুর্থটার নাম বেষ্টা এই চারিট গুহ কেবল চক্ষুদিয়া দেখা যায় না, দূরবিণ দিয়া দেখা যায়। নি। গৃহদের স্থিতি এব°গমনের রীতি কি প্রকার ! প। গুহ সকল সূর্য হইতে বিশেষ ং অন্তরেতে শূন্যের উপরেই স্থাপিত আছে; আর তাহাদের গতি হইয়াছেই প্রকার,দিনের গতি ও ৰখসরের গতি । তাছার মধ্যে প্রথমে বৎসরের গতি বলি শুন । প্রত্যেক গুহ যে সূর্যকে একবার প্রদক্ষিণ রুরিয়া ঘোরে, সেই জানিব গুইদের বাধিক গতি; যেমন এই পৃথিবী হইয়াছে যে এক গুছ, সে তিন শত পয়ষট্টি দিন পোনেরো দণ্ডেতে সূর্যকে এক