পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ বার প্রদক্ষিণ করিয়া বুরিয়া আইসে, তাহতেই পৃথিবীর লোকের ঐ পরিমিত দিনেতে ও দণ্ডেতে এক পূর্ণ সমৃৎসর হয় ; এইতো বৎসরের গতি বলিলাম, শুনিলা, এখন দিনের গতি বলি, গুন । গুহ সকল যখন প্রদক্ষিণ করিতে থাকে, তখন চাকার মত আপনার ঘূরিতেং প্রদক্ষিণ করিতে থাকে, সেই ঘোরার নাম দিনের গতি। যেমন পৃথিবী ষাট দণ্ডের মধ্যে আপনি একবার চাকার মত ঘোরে, তাহাতেই এক দিব রাত্রি হয় । ফলিতাৰ্থকি ? সূর্য নিজে অচল, সে এক স্থানেতেই স্থির আছে ; পৃথিবী ও আরং গুহ সকল ইহার ঘূরিতে সূর্যের চারিদিকে বেড়ায়, এই ঘূর্ণনেতে ক্রমেই পৃথিবীর সৰ্ব দেশেই সূর্যের জ্যোতি লাগিতেছে। যখন যে দেশে জ্যোতি লাগিতেছে, তখন সেই দেশে দিন প্রকাশ হইতেছে; আর যখন যেখানে জ্যোতি না লাগিতেছে, তখনি সেখানে রাত্রি হইতেছে । ইহাতে যদি বল, পৃথিবী যে ঘোরে এ কথা সম্ভব নয়, কেননা সাক্ষাতে দেখিতে পাই যে পৃথিবী যেমন তেমনি আছে, আর সূর্য দেখিতেছি পৃথিবীর চারিদিকে ঘূরিয়া ৰেড়াইতেছে; তবে ঐ কথার প্রত্যুত্তর গুন । দেখ,কোন লোকের গাড়িতে কিম্বা নৌকাতে চড়িয়া অতি বেগে যাইতে হইলে, সে আপন আপনি অবশ্য এমত জ্ঞান করেন যে আমি চলিতেছি, যেমন তেমনি ঠিক বসিয়া অাছি ; বরঞ্চ এমন জ্ঞান হয়, যে সমুখের ঘর, দ্বার, গাছ, পালা সকল জামারনিকট আসিতেছেঃ তেমনি পশ্চিমবধিপূৰ্বমুথে পৃথিবীরগতি অতি বেগে, এই প্রযুক্ত আমাদের চক্ষুর দৃষ্টিতে বোধ হয় যে সূৰ্য্য পূৰ্বইইভে পশ্চিমে যাইতেছে। এইঙ্কণে কহগিয়াছে,যে দিনের গতি শুবৎসরের গতি। সেই উভয়ের উদাহরণএককালেদেই,অৰধান কয়। যূেথদেখি, গাড়ীতে চড়িয়া একটা বাটীর চারি দিকে বুরিয়া প্রদক্ষিণ করিতে হইলে,সেই গান্ধী ঐ বাটীর চারিদিকে এক