পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ বার ঘূরিয়া আদিতেং তাহার চাৰু নিজ জালের উপরে কত বর ঘোরে। ইহ ঠাহরাইয়া দেখিলেই পৃথিবী যে দিবারাত্রি ষাটি দণ্ডের মধ্যে ঐ ঢাকার মত এক খবর ঘূরিতে ২তিন শত পয়ষট্টি বারে সূর্য মণ্ডলকে একবার প্রদক্ষিণ করে, ইহা অনায়ালে জানা যায়। এই দুই প্রকার গতি ধরিয়া বিবেচনা করিলেই দিনের গতি ও বৎসরের গতি বোধ হয় । সম্পক্ষেপে আরও একটা উদাহরণ বলি, শুন। যেমন একট। ভাট ফেলিয়া দিলে এক কালে গড়াইতে ২ দূরে যায়, তেমনি জানিবা পৃথিবীর দিনের গতি আর বৎসরের গতি । নি। ভাল ২ ও কথাতো স্লষ্ট রূপে বুঝিলাম; কিন্তু আর একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবী যদি শূন্যভরে আছে তবে পড়ে না কেন ?" প। সে পড়ে না কেন ? ন সৃষ্টিকৰ্ত্তার এমনি এক খানি নিয়ম আছে, যে এক বস্তুর শক্তিতে অন্য বস্তু আকৃষ্ট থাকে, ফলিতাৰ্থ যে বস্তু বড় হয় সে ক্ষুদ্র বস্তুকে আপনার অভিমুথে আকর্ষণ করিয়া রাখে। এখন দেখ, সূৰ্য্যমণ্ডল অপেক্ষায় পৃথিবীমণ্ডল দশ লক্ষ, গুণে ছোট, এই হেতুক সূর্যের আকর্ষণ শক্তিতে আকৃষ্ট হইয়া সে আছে। সূর্য যদি তাহাকে টানিয়া না রাথিত, তৰে ক্ৰমেতে পৃথিবীর অধঃপতন অবশ্যই হইত। নি। ভাল, যে কথা বলিলা তাহা বুঝিলাম, তবে আর একটি কথা জিজ্ঞাসা করি, বল দেথি । পৃথিবী গোলাকার হইয়া যদি শূন্যের উপরে সর্বদা ঘূরিতেছে, তবে পৃথিবী স্থিত যে ৰম্ভ সকল, অর্থাৎ স্থাবর জঙ্গমাদি, ইহার সকল কেন অধোগত হয় না ? প। ওহে, এ কথা তুমি বলিতে পার, কিন্তু ইহার মধ্যে একটি চিকণ কথা আছে, সেই কি না, যাহা আগে বলিলাম, যে এক বস্তু অন্য বন্ধকে আকষর্ণ করে। অতএব দেখ,পৃথিবীর আকর্ষণ শক্তিতে স্থাবর জঙ্গমাদি সকল বস্তুই গাথা আছে। ইহার একটা নিদর্শন