পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫ বলি, অনুভব কর । পৃথিবীহইতে কোন বৰ উচ্চ করিয়া জুলিতে গেলে ভার বোধ হয় কেন ? তাহার বীজ এই, পৃথিবীর আকর্ষণী শক্তিতে সদাই টানিতেছে, সেই জন্যে যতটানে ততই ভার ৰোধ হয়। আরও দেখ, য়দি কোন লোক উদ্ধৃ ভাগেতে এক খান ডেলা কিম্ব ইট ইত্যাদি নিক্ষেপ করে, তৰে যত ক্ষণ পর্যন্ত তাহার সঙ্গে বেগ থাকে, তত ক্ষণ উপরে উঠে, আর বেগনিবৃত্তি হইবামাত্র পৃথিবীর আকর্ষণী শক্তিতে আকৃষ্ট হইয় পূনৰ্বার পৃথিবীতেই পড়ে । এই আকর্ষণের নিয়ম নিউক্তন নামে মহাখ্যাত এক জন ইব্রাজ জ্যোতিৰ্বি প্রকাশ করিয়াছেন । ইহার ফল যদি প্রত্যক্ষ করিতে চাহ তবে একটুকি চুম্বক পাতর আঁর একটুকি লৌহ আন ; তবে দেখিতে পাইবা, যে চুম্বকের আকর্ষণী শক্তিতে লৌহ খণ্ড আকৃষ্ট হইবে। . নি। তুষ্ট হইলাম,এখন জিজ্ঞাসা করি, সূৰ্য যদি সকলের মধ্যথানে আছে, তবে গ্রহদের মধ্যে কোন গুহ সূর্যের নিকটবর্তী ! প। বুধ নামে যে গ্ৰহ সেই অন্যং গুহ অপেক্ষায় সূর্যের নিকটে আছে; তথাপি সে সূর্য হইতে তিন কোটি পঁচিশ লক্ষ ষাটি হাজার ক্রোশ অন্তরে। এই বুধ গহের বিস্তার দুই হাজার আট শত সঁইত্রিশ ক্রোশ। সে চৌরাশী দিনেতে সূর্যাকে এক বার প্রদক্ষিণ করে ; ঐ চৌরাশী দিনকে তাহার এক পূর্ণসম্বৎসর মানিতে হইবে। বুধ গ্রহ যে সমুদয় গোল ইহা এখানহইতে দেখা যায় না,কারণ সে সূর্যের নিকটবর্তী, এই প্রযুক্ত তেজে চাকা থাকে, সৰ্বাবয়ৰ দেখা যায় না ! नि ! नूर्शश्रेष्ठ तज शुर रूठ बृहद्र ? প। শুক্র গ্রহ সূর্য হইতে পাঁচ কোটি জাটানাই লঙ্ক চল্লিশ হাজার ক্রোশ অন্তরে। এ গুহ দুই শত চৰিশ দিনেতে সূৰ্য্যকে এক