পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ ৰার প্রদক্ষিণ করে, আর সাতার দণ্ড বাওয়ান্ন পলেতে আপনি এক । বার চাকার ন্যায় ঘোরে । এ প্রায় পৃথিবীর সমান বড় । নি। ভাল, পৃথিবীর আর কোন বিবরণ আছে ? প। তবে স্তন, পূৰ্বে যেমন বলা গিয়াছে যে সূৰ্য্যহইতে পৃথিবী আট কোটি ছত্রিশ লক্ষ ক্রোশ অন্তর, আর আড়াই দণ্ডের মধ্যে একান্ন হাজার ক্রোশ ভূমণ করিতে ই তিন শতপয়ষট্টি দিন পোনের দণ্ড একত্রিশ পলেতে সূৰ্য্যকে একবার প্রদক্ষিণ করে, ইহাতেই আমাদের এক বৎসর হয় ; এবং ষাটি দণ্ড দিব রাত্রিতে আপনি একবার চাকার মত ঘোরে, তাহাকে আমরা এক দিন বলি। পৃথিবীর বিস্তার সাত হাজার ক্রোশ ; আর এই পৃথিবীর চন্দ্র নামে একটা উপগ্রহ আছে, সে উনত্রিশ দিন সাড়ে সাতাইশ দণ্ডে পৃথিবীকে এক বার বেষ্টন করিয়া আইসে, তাহাতে এক চান্দু মাস হয় । নি । এইঙ্কণে মঙ্গল গুহের বিবরণ কিছু বল । প। শুন ভাই, বলি। মঙ্গল গুহ সূর্য হইতে বার কোটি সাত. ষট্টি লক্ষ বিশ হাজার ক্রোশ অন্তরে, এবং ছয় শত সাতাশী দিনে সূর্যকে প্রদক্ষিণ করিয়া এক পাক ঘূরিয়া আইসে, তাহত্তে আমাদের এক বৎসর দশ মাস বাইশ দিনেরও কিছু অধিক হয়, এৰ এক ঘট্টি দণ্ড সাড়ে সাইত্রিশ পলেতে আপনি চাকার মত এক পাক ঘোরে । এই মঙ্গল গ্রহ পৃথিবীহইতে কিছু ছোট, ইহার বিস্তার তিন হাজার ছয় শত ছেয়াশী ক্রোশ । ইহাকে অভিশয় রক্তবর্ণ দেথা যায়। এ গ্রহের কোন উপগ্রহ নাই । , নি। তবে সূর্য হইতে বৃহন্নতি কত দূর অন্তরে ? প। সূর্য আর বৃহন্নতিতে পরল্পর তেতাল্লিশ কোটি ক্রোশ অন্তরে। এই বৃহয়ন্তি বার বৎসরে সূর্যকে এক বার প্রদক্ষিণ করে,ও পশি দণ্ডেতে আপনি চাকার মত এক পৰু ঘোরে। এ গুহ পৃথিবীহইতে