পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*३ ? চৌদ শক্ত ৪৭ বড় । এই গ্রহের চারি উপগ্রহ আছে; দূরৰিণ দিয়া দেখা যায়,যে এই গ্রহের গায়েতে জরির পটুকার মত কি চকং করে। নি । তবে শনি গুহের বিষয় কিছু বল । প । শনি গুহ সূৰ্য্যহইতে উনাশী কোটি,বিশ লক্ষ ক্রোশ অন্তর । সে উনত্রিশ বৎসরে সূর্যাকে এক পাক প্রদক্ষিণ করে, আর পচিশ দণ্ড চল্লিশ পলে আপনি চাকার মত এক পাক ঘোরে। এ গুহ পৃথিবী অপেক্ষায় নৰ্বই গুণ বড় ; কিন্তু দূরণি না হইলে লোকে ভালমতে প্রায় দেখিতে পায় না। এই গ্রহের উপগ্রহ সাতটা আছে। নি । ভাল, তবে জর্জিয়ম নামে যে গুহ প্রথমে কে তাহার অনুসন্ধান করিয়াছিল ? to প । ১৭৮১ শালেতে হস্কেল নামে এক সাহেব প্রথমে ঐ তারার অনুসন্ধান করিয়াছিলেন, এই নিমিত্তে ঐ সাহেবের মর্যাদার জন্যে সকলে ঐ তারার আর একট। নাম হস্কেল রাখিয়াছে । সেই গ্রহ সূৰ্য্যহইতে এক শত আটান্ন কোটি চল্লিশ লক্ষ ক্রোশ অন্তরে । এ গুহ তিরাশী বৎসরেতে সূর্যাকে একবার প্রদক্ষিণ করিয়া আইসে । এই গ্রহের উপগ্রহ ছয়টা আছে, কিন্তু দূরবণ ছাড়া প্রায় চক্ষুতে দেখা যায় না। নি। এ সকল ছাড়া আর যে চারিট উপগ্রহের কথা বলিয়াছিল, তাহার বিশেষ বিবরণ বল ৮ প | তবে ক্রমে বলি । প্রথম শৗরীশ, দ্বিতীয় পাল্লাস, তৃতীয় জুনে, চন্তুর্থ বেষ্ট । এই কএকটা গুহ বিশেষ সময়ানুক্রমে দেখা গিয়াছিল। ইহার মধ্যে শীরৗশ ও বেষ্ট। ইহার সূৰ্য্যহইতে বাইশ কোটি অষ্টাশী লক্ষ ক্রোশ অন্তরে । এবং জুনে সূর্য হইতে ছাৰ্বিশ কোটি চল্লিশ লক্ষ ক্রোশ দূরে। পাল্লাস চৰিশ কোটি ক্রোশ জন্তরে আছে। এ সকল তারা অতি ছোট দেখা যায়