পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ዶy २. *ाठे । ঋতুর বিষয় । নি। এইক্ষণে জিজ্ঞাসা করি, যে এই পৃথিবীতে দিব! রাত্রির ভ্ৰাস বৃদ্ধি এবং ঋতুভেদ হিসেতে হয় তাহ বলিতে পার ! প। সে সকল পৃথিবীর বক্র গতি প্রযুক্ত হয়। তাহার বৃত্তান্ত গুন। ভূগোল বেত্তারা পৃথিবী ভাগ করিবার জন্যে তাহার মধ্যখানে পূৰ্ব পশ্চিমে একটা রেখা কল্পনা করিয়াছেন, তাহারি দক্ষিণ উত্তর উভয় পাশ্বে নৰ্বইখ অশ করিয়া সমুদয়ে এক শত আশী অশ করিয়াছেন । একং অশেতে ষাটি ক্রোশ পরিমিত ভূমি। সেই রেখার সমসূত্র পাণ্ডল্যায়ে উত্ত্বে পূন্যেতেও একটা রেখা কল্পনা করেন, তাহার নাম বিষুব রেখা। ১১.আশ্বিন ও ১১ চৈত্র সূর্য সেই রেখার উপরে থাকে, সেই প্রযুক্ত ঐ দুই দিনে দিব রাত্রি সমান হয়। আর পৃথিবী যদি সৰ্বদা সমান ভাবে ভূমণ করিত, তবে সূযোর তেজ সদা সমভাবে রেখা ভূমির উপরে লাগিত, এবং শীত গ্রীষ্ম প্রভৃতি ছয় ঋতুর ভেদ হইত না, আর ১২ মাস দিব রাত্রি সমান হইত; তাহা না হওয়াতে রেখাস্থানহইতে ১১ আশ্বিন অবধি ১১ পৌষ পর্যন্ত ক্রমে সাড়ে তেইশ অশ বক্রগমন করে, তাহাতে সূর্যের দক্ষিণ গতি বোধ হয় । এবং সেই দিন অবধি ক্রমেং ফিরিয়া আসিয়া ১১ চৈত্রে বিষুব রেখার নীচে দাড়ায়। পুনৰ্বার সেই দিন অবধি ১১ আষাঢ় পৰ্যন্ত ক্রমেতে সাড়ে তেইশ অশ বক্র ভূৰে চলে, তাহাতে সূর্যের উত্তর গতি বোধ হয়; অনন্তর ঐ ১১ আষাঢ় অবধি উত্তরহইতে মুখ ফিরাইয়া৯আম্বিনে বিষুবরেখার মচে আসিয়া দাড়ায় । ঐ দক্ষিণ গতির নাম দক্ষিণয়ন, ও উত্তর গতির নাম উত্তরায়ণ। পৃথিবীর এই বক্র গতি প্রযুক্ত ঋতুভেদ হয়,