পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(סא নিকটবৰ্ত্তী হইতে থাকে ক্রমেং ততই স্কন্ধ বুক এবং পা পর্যন্ত দেখিতে পায় ; এই অনুভবেও জানা যায়, যে পৃথিবী গোল । তৃতীয়, পৃথিবী যে গোল ইহার আরও একটা প্রমাণ দেই, গুন। গতি বিশেষতে পৃথিবী যখন চন্দ্র সূর্যের মধ্যখানে অবস্থিতি করে, তখন পৃথিবীর ছায়া গোলাকারে চন্দ্রে লাগে, তাহতে চন্দ্রগ্রহণ হয় ; বিবেচনা করিয়া দেখ, পৃথিবীর আকার যদি গোল ন হইত, তবে ঐ ছায়া গোলভাবে পড়িত না । অfর পর্যুত ইত্যাদিকে উচ্চ দেখিয়া এব০ জল দ্রদ দিকে নীচ দেখিয়া যদি কেহ কহে, যে পৃথিবী গোল নহে, তাহার উত্তর এই, বাতাবী লেবুর গায়েতে কিঞ্চিৎ উচ্চ নীচ থাকিলেও যেমন তাহাকে গোল বলে, তেমনি পৃথিবীতে পৰ্বতাদি থাকিলেও গোল বলিতে হয় ; ইহার প্রমাণ এই। দেখ, পৃথিবীতে যত পৰ্বত আছে তাহার মধ্যে হিমালয়হইতে কোন গৰ্বত উচ্চ নহে, ঐ হিমালয়ের উচ্চতার পরিমাণ ৫ পাঁচ ক্রোশ, কিন্তু পৃথিবীর বিস্তার ৭০৪: সাত সহসু ক্রোশ, তদপেক্ষায় ঐ পৰ্বত ১৪০০ চৌদ্দ শত গুণ ছোট । চতুর্থ এতদেশীয় প্রধান জ্যোতিগ্ৰন্থ বুদ্ধসিদ্ধান্ত ও সূর্যসিদ্ধান্ত ও সিদ্ধান্তশিরোমণি এই সকল গ্রন্থে কহিয়াছেন, যে পৃথিৱী কদম্ব পূঙ্গের মত গোলাকৃতি; এ কথা ইউরপীয় জ্যোতিৰ্বেতাদের গ্রন্থের কথার সঙ্গেও মিলে, এবং প্রত্যক্ষ প্রমাণ সিদ্ধও বটে, যে হেতুক এ সকল গ্রন্থ পাঠেতে জ্যোতিৰ্বেত্তারা গ্ৰহণ ইত্যাদি স্থির করিয়া আকাশে যাহা হইবে, তাহ আগে পঞ্জিকাতে লিথিয় প্রত্যক্ষে ফল প্রকাশ করেন; অতএব বুঝা যায়, যে পৃথিবীর আকার গোল বিনা অন্য প্রকার নয় । নিতানন্দ ও হে, সে এমনিই বটে, তাহা বিলক্ষণ বুঝিলাম, এইক্ষণে জিজ্ঞাসা করি, যে পৃথিবীর পরিমাণ কত?