পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

గిన ও দিন রাত্রি ছোট বড় হয় । কিন্তু লোকত এই প্রসিদ্ধ আছে, যে সূর্যের গতি বিশেষে ঐ সকল ঘটে, ফলতঃ তাহ নয়, তবে কি ? না পৃথিবীর গতি বিশেষতে যে, ঋতুভেদ ও দিব রাত্রির জাস दृढि गिर दिद्र निढाड आदि ।" নি । ওহে ভাই, তুমি যে কথা কহিলা সে প্রমাণ বটে। আর যাহাতে অনায়াসে দিব রাত্রিভেদ ও ঋতুভেদ হয়, পরমেশ্বর ইহার কিবা আশ্চৰ্য্য উপায় সৃষ্টি করিয়াছেন। ইহাতে তাহার কেমন অসীম চমৎকার বুদ্ধি প্রকাশ হইতেছে! ইহা এক বার দেখ, এমন আর কখন কেহ দেখে নাই। ভাল, পৃথিবীর দিনের গতির বিষয়ে আর কিছু বলিতে পার । - প। বলি শুন । চাক যেমন আলের উপরে ঘোরে, পৃথিবীও সেই প্রকার পশ্চিমহইতে পূৰ্বাভিমুখে ঘুরিতে এক দণ্ডের মধ্যে ১৫ অশ অর্থাৎ ১% ক্রোশ পর্যন্ত সূর্যের সম্মুখে ঘূরিয়া আইসে, তাহাতে ক্রমেং তাবৎ দেশই সূর্যের সমূখে পড়ে। এখন বুঝিয়া দেখ, লণ্ডন নগরহইতে প্রায় ১• অংশ পূৰ্বে কলিকাতা, তৎপ্রযুক্ত কলিকাতাস্থ লোকেরা যখন সূর্যোদয় দেখিতে পায় তাহার ১৫ দণ্ড পরে লণ্ডনের লোকেরা তাহ দেখিতে পায়, এই পরিমাণানুসারে বঙ্গ দেশে যখন দুই প্রহরবেলা,ইংলণ্ড দেশে তখন প্রাতঃকাল হয়। • دحرج مصمم يمسسه ৩ পাঠ । - ধূমকেতুর বিষয় । & নিত্যানন্দ । ভাল, তবে এখন ধূমকেতুর বিবরণ কিছু বল ? পরমানন্দ । ধূমকেতু সূর্যের চতুদিকে ঘোরে, ঐ ধূমকেতু দুই একটা নয়, অর্থাৎ অসখ্য ধূমকেতু আছে; অনুমান হয় সৌর জগ