পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

زه د ৪ পাঠ । রাশিচক্রের বিষয়। । নিতানন্দ। এখন রাশিচক্রের বিষয় যদি কিছু জান, তবে বল । পরমানন্দ। তবে বলি শুন, পূৰ্বে কহা গিয়াছে যে বিষুব রেখার উভয় পার্থে যে সাড়ে তেইশ অংশ পর্যন্ত পৃথিবীর বক্রশ্নতি হয়,তাহার নাম ক্রান্তি ; এই ক্রান্তির উভয় পার্শ্বে মোটে সীমা যে সাতচল্লিশ অংশ তাহার মধ্যে যে গোলাকৃতি স্থান, সেই স্থানের বীর ভাগ হইয়াছে; এব° তাহাতে যে সকল তারা দেখা যায় তাহারাও তস্কপে বার ভাগে বিভক্ত হইয়াছে। তাহার নাম রাশি, অর্থাৎ ক্রান্তির বার প্রকার চিহ্ন। তাহার নাম এইং মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বিছা, ধনু, মকর, কুন্ত, মীন সূর্য যখন যে কোন রাশিতে প্রবেশ করে তথনি একটা নুতন মাস হয়, এবং লোকেও বলে যে আজি সংক্রান্তি, যেহেতুক সূৰ্য্য অমুক রাশিতে গেলেন, ফলতঃ তাহ নয়, কিন্তু পৃথিবী রাশিতে প্রবেশ করে । ৫ পাঠ । তারার বিষয় । নিজানন্দ । তবে আরং সকল তারা যে দেখা যায় এ কেমন ? পয়মানন্দ। গুহ সকল যেমন সর্বদা ঘুরিতেছে তার সকল তেমন নয়, তাহারা স্বং স্থানেতেই আছে। এই যে তারা তাহদের সন্থা নাই, কিন্তু চক্ষুদিয়া এক সময়ে এক হাজার তারার অধিক দেখা যায় না। তার সকল নিজের তেজে তেজস্বিনী, অর্থাৎ আপনাদের তেজে আপনার প্রকাশ পায়। কোনং পণ্ডিতেরা মনে করেন, ষে এক ভার একং সূর্যের সমান, অর্থাৎ সূর্যের চারি দিকে