পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ যেমন রাশিচক্রভুমণ করে, তেমনি প্রত্যেক তারার চতুৰ্দ্ধিকেও এবং রাশিচক্র ভূমণ করে। তারাগণ পৃথিবীহইতে অতি দূরে আছে; যে তারা পৃথিবীর অধিক নিকট, সেও পৃথিবীহইতে দেড় লক্ষ ক্রোশ অন্তরে আছে। আর ঐ তারাগণ অপরিমিত শূন্যেতে স্থাপিত হইয়া আছে। সূৰ্য্যহইতে এক তারা যত দূর অন্তরে, জারবার অন্য তারা তাহাহইতে তত দূর অন্তরে আছে । অনুমান করি, তারা যদি একটাং লোক বিশেষ হইত, তবে তারাতে ও সূৰ্য্যতে এত দূর অন্তর, যে তারাস্থিত লোকেরা সূর্যকে তারার মত ক্ষুদ্র দেখিতে পাইত। আর অন্য২ তারাকে যেন একটাং অগ্নির কণার মত দেথিতে পাইত। আর জামাদের দৃষ্টিতে যে সকল তারা এক সমান দেখা যায় না, তাহার বীজ এই, কোন তার অধিক দূরে ও কোন তারা অল্প দূরে আছে; অতএব বুঝিয়া দেখ, যে তারা কিছু নিকটে সে বড় দেখা যায়, ও যে কিছুদূরে আছে, সুতরাং সে ক্ষুদ্র দেখা যায়। এই হেতুক জ্যোতিৰ্বেত্তার তারার পর্যায় ছয় নিরুপণ করিয়াছেন, যথা যে সকল তারা কিছু নিকটে ও তেজস্বিনী দেখা যায়, তাহাদিগকে প্রথম পর্যায়ের মধ্যে গণনা করিয়াছেন, এই রীতিতে ক্রমশঃ উৰ্দ্ধেং যত তারা আছে তাহাদিগকে দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ষষ্ঠ পর্যায় পর্যন্ত গণিয়াছেন। দুরবিণের দ্বারা দেখা যাইতেছে, যে নিশ্চল তারা অসখ্য, যে হেতুক দূরবিশ্ব যন্ত্র যত বড় হয় ওউৎকৃষ্ট হয় তাহাতে ততই অধিক ভারা দেখা যায়। سهحمهمچ حس৬ পাঠ । । গ্রহণের বিষয় । , बि 1 ठीने, ठरद भुइन कि श्रृंखांटद्र शक ? প। এক গ্রহের ছায়া অন্য গ্রহের উপরে লাগিলে গুহণ ধর ।