পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ల్సిని ফলতঃ যখন পৃথিবী আর সূর্যের মধ্যস্থলে চন্দ্র থাকে, তখন চন্দ্রের ছায় সূর্যোতে লাগে, তাহাতেই সূর্যগ্রহণ হয়; কিন্তু সূৰ্য্য মণ্ডলহইতে চন্দ্র মণ্ডল ছোট, এই প্রযুক্ত চন্দ্রের ছায়াতে সূর্যের সমস্ত মণ্ডল ঢাকা পড়ে না, সেই হেতুক সূর্যগ্রহণে সৰ্বগুস হয় না। আর যখন চন্দ্র সূর্যের মধ্য থানে পৃথিবী থাকে, তখন পৃথিবীর ছায়াতে চন্দ্রকে ঢাকে,তাহাতেই চন্দ্রগ্রহণ হয় । চন্দ্র মণ্ডল অপেক্ষায় পৃথিবী মণ্ডল বড়, এই প্রযুক্ত তাহার ছায়া লাগিয়া কখনং সৰ্ব্বাস হয়, অর্থাৎ চন্দ্রের সমুদয় মণ্ডল ঢাকা পড়ে। প্রতি বৎসরে গ্রহণ দুই বারের নুন্ন হয় না, এৰ সাত বারের অধিকও হয় না; আর সকল গ্রহণ সৰ্ব দেশে দেখা যায় না, প্রত্যেক গুহণ সৰ্ব দেশ সাধারণ কথন হয় না । محاسحهایی که به سه ן לן• ף চন্দ্রের বিষয়। बि । शुश् শুনিলাম, চন্দ্রের আর কোন বিবরণ যদি জান তবে বল ? প। চন্দ্র পৃথিবীহইতে তের গুণ ছোট, অর্থাৎ পৃথিবীর তের ভাগের এক ভাগ যত বড় চন্দ্র তত বড়, এই প্রযুক্ত পৃথিবী তাঁহাকে আৰুষণ করিয়া রাথিয়াছে। ঐ চন্দ্র উনত্রিশ দিনেতে পৃথিবীকে প্রদক্ষিণ করিয়া এক পাকু ঘোরে, ইহাতেই আমাদের চাম্র মাস হয় । চন্দ্র নিজে কালে, কিন্তু তাহাতে সূর্যের তেজ লাগে, এই জন্যে উজ্জ্বল দেখা যায়; ইহা চক্সের জাস বৃদ্ধি ধরিয়া দেখিলেই জানা যায়; ইহা যদি না হইভ, অর্থাৎ চন্দ্র যদি নিজে তেজস্বীহুইত, ভয়ে প্রতি দিনই পূৰ্ণচন্দ্র দেখা যাইত ৷ ফলিতাৰ্থ চজের যে