পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪ দিকে সূর্যের তেজ লাগে, আর পৃথিবী ও চন্দ্রেরগতিবিশেষে দিনেং তাহার যত টুৰিং দেখা যায়, ততটুকি চন্দ্র বাড়িতে থাকেঃশেষ পর্যন্ত বাড়িয়া জারবার কৃন্তু পক্ষেতে যত টুকিং কম দেখা যায়, তত টুকিং ঘাটিতে থাকে; এই রূপ অমাবস্যা পর্যন্ত ঘাটিয়া শেষ হয়। ইহাতেই চক্সের ক্রাস বুদ্ধি জানা যায়, নতুবা আসল মণ্ডলের কিছ ক্ষয় হয় না, এবং বৃদ্ধিও হয় না। আর কেবল এই জগতের জীবের জন্যেই যে চক্সের সূষ্টি হইয়াছে, এমনও বোধ হয় না ; বরণ অনেক জ্ঞানবান পণ্ডিতের এমন ঠাহরান, যে এই জগতের মত চন্দ্ৰেতেও অনেক জীব আছে ; আর এই জগতে যেমন উচ্চ নীচ ঠাই আছে দূরৰিণ দিয়া দেখা যায় সেই প্রকার চঞ্জেতেও আছে। সে যাহা হউক ঈশ্বরের এমনি দয়া যে দিনেতে সূর্যের দ্বার আর রাত্রিতে চন্দ্রের দ্বারা অালো প্রদান করিয়া আমাদের অন্ধকার সুচাইতেছেন। سماحوالي 69(سه ৮ পাঠ । । জোয়ার ভাটার বিষয় । নিত্যানন্দ । তালং এখন অীর একটা কথা জিজ্ঞাসা করি, এই জোয়ার ভাট কির্সেতে হয় ? . • * , পরমানন্দ। পূৰ্বে বলা গিয়াছে, যে সকল বস্তু ছোট বড়র জনু সারে পরল্পর আকর্ষণ করে ; অতএৱ পৃথিবী চন্দ্রকে আকর্ষণ করে, চন্দ্রও পৃথিৱীকে কিঞ্চিৎ আকর্ষণ করে। এই যদি ফলন্থির থাকিল, তবে এখন বলি গুন । পৃথিবীর জল স্বভাৰত চঞ্চল, এই যুক্ত চক্সের আকর্ষণেতে জাকৃষ্ট হইয়া নীচহইতে উপরে প্রায়। ঐটানের বেগ যত ক্ষণ থাকে তত দূর পর্যন্ত উপরে দৌড়িয়া আইসে ইছ