পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$లt কেই জোয়ার বলে। আর ঐ বেগ নিবৃত্ত হইলে সেই জল ৰে ক্রমে ২ নামিতে থাকে তাহাকেই তাট বলে 1 । - নি। তবে এখন একটা কথা জিজ্ঞাসা করি, বল ; এই গঙ্গীতে, যেমন জোয়ার ভাট থেলে আরখ ঠাইত্তেও কি তেমনি হয় ? প। হয়, আর ইউরপের পঞ্জিকাকার জ্যোতির্বিদের প্রতি দিন জোয়ারেতে কোন সময়ে কয় হাত কয় আঙ্গল জল বাড়িবে, তাহ নিরূপণ করিয়া পঞ্জিকাতে লিথিয়া থাকেন ? - இைடுகை ৯ পাঠ । বিদ্যুৎ ও বজ্রপাতের বিবরণ। নিত্যানন্দ। ওহে ভাই পরমানন্দ, বিদ্যুৎ, আর বজুপাত কিসেতে হয় ? যদি বলিতে পায়, তবে অনুগ্রহ করিয়া বল। পরমানন্দ। তবে বলি, আকাশ মণ্ডল বিদ্যুতে পরিপূর্ণ আছে, কিন্তু ঐ বিদ্যুৎ মেঘেতে ঢাকা থাকে, এই জন্যে সৰ্বদা দেখা যায় না। যখন বড় ঝড় হয়, তখন বাতাসে মেঘকে নিয়া পৃথিবীর নিকটে উড়াইয়া ফেলে, তাছাত্তেই পৃথিবীতে এমন কোনো বস্তু আছে, যে সে বিদ্যুৎকে আকর্ষণ করে । সেই সৰ্যের আকর্ষণী শক্তিতে ঐ বিদ্যুৎ আকৃষ্ট হইয় অতি বেগে ধায়, সেই বেগের থমকে মেঘ যখন ফাটে, তখনি ৱিজাতীয় শব্দ হয়, সেই বিদ্যুৎপতনের নাম ৰাজুপাত বলে । . . . . . নিভ্যানন্দ ভাল,তৰে দেখিতে পাই, যে আগে বিদ্যুতের আলো দেখা যায়, তাঁখার পরে শব্দ শুনা যায় ; অতএব জিজ্ঞাসা করি, সে बृहँकि अरूदँप्न रङ्ग बा?