পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৭ বিদ্যুতের কিঙ্কিনীর মত কিঙ্কিনী লাগে। আর যখন ঐ কলের সৃষ্টি হইয়াছিল, তখন পণ্ডিতেরা এইটি জানিবার জন্যে বড় যত্ব করিয়াছিলেন, যে ঐ কলহইতে যে অগ্নিকণা নিগর্ত হয়, তাহার স্বভাব বিদূতের অগ্নির স্বভাবের মত কি না? অনেক যত্বের পর আমেরিক দেশের ফুস্থিলিন নামে অতিশয় জ্ঞানবান এক জন সাহেব তিনি ভাবিয়া এই স্থির করিলেন, যে কোন বস্তু যদি মেঘের সঙ্গে যোগ করা যায়, এবং সেই বস্তু মাটিতে আর কোন বস্তুর সঙ্গে বদ্ধ থাকে, তবে বিদ্যুতের অগ্নি মেঘহইতে নিৰ্গত হক্টবামাত্র সেই বস্তুর উপরে পড়িবে, আর তাহারি গণ বহিয়া মাটির উপরকার সেই বস্তুতে আসিয়া লাগিবে ; এই বিবেচনাতে ঐ সাহেব ১৭৫২ শালে একটা মাঠের মধ্যে গিয়৷ একটা লৌহশলাকণ মূৰ্ত্তিকাতে উচ্চ করিয়া গাড়িলেন, এবং বড় মেঘের আড়ম্বর দেখিয়া সেই সময়ে একটা ঘুড়ি উঠাইয়া দিলেন, ও ঐ লৌহ শলাকার সঙ্গে যুড়ীর দড়ি বাধিয়া রাথিলেন। তাছার পর খানিক বিলম্বে দেথতে পাইলেন, যে ঐ দড়ির গ্য বহিয়া কতক অগ্নি স্কু লিঙ্গপড়িতে লাগিল; তাহাতেই তিনি জানিতে পারিলেন,যে বিদ্যুতের অগ্নির সঙ্গে আর ঘড়ীর সঙ্গে যোগ হইয়াছে, আর তাছারি দড়ীর সঙ্গে যোগ হইয়া এই লৌহ শলাকায় আসিয়া লাগিয়াছে । ইহ সটীক বুঝিয় তিনি এবং অন্যং পণ্ডিতেরা বিদ্যুতের অগ্নির যথার্থ স্বভাৱ জামিতে পাইয়াছিলেন । নি। ভাল, তবে অার একটা কথা সিঞ্জাসা করি, বল । সহর কলিকাতার অনেক২ সাহেব লোকের ঘরের দেওয়ালের কাছেং একটা "লোহার উচ্চং সার্ক পোত আছে দেখিয়াছি, সে কিসের জন্যে . . . . . . . . . . প। তবে বলি গুন, ঐ ফুঙ্কিলিন সাহেব বজপাতের অগ্নিভয় ।