পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$లి* নিবারণের জন্যে প্রথমে লোককে বলিয়" বিয়াছেন, যে আপন২ ঘরের লীগাও একটা ঠাইতে বড় উচ্চ এক২ টা লোহার সীক গাড়িয়া রাখিবা, আর ঐ সকট যেন ঘরহইতে থানিক উচ্চ থাকে, এবং তাছার জাগাটা যেন সূচল হয়, তাহাতে বিদ্যুতের অনি ঘরের উপরে পড়িলেও কিছু ক্ষতি না করিয়া কেবল ঐ লোহার সীকের উপর দিয়া মাটিতে পড়িবে। ঐ সীক যে ঘরের সঙ্গে স্থানেই বদ্ধ থাকিবে, সে কিছু কাষ্ঠের সংযোগে বদ্ধ করিয়ারাথিতে হইবে, কেননা কাষ্ঠেতে আকর্ষণ শক্তি নাই, এই প্রযুক্ত ঘরের মধ্যে প্রৱেশ করিতে পরিবে না। কিন্তু বিদ্যুৎ যখন পড়ে, সেই সময়ে যদি কেহ ঐ লোহার সৗক স্নশ করে, তবে সে হঠাৎ মারা পড়িবে। নি। ওহে ভাই, তোমার মুথে বিদ্যুতের নাশক শক্তি শুনিয়া আমার মনে বড় চমক লাগিতে লাগিল। যাহার নিয়মেতে এ সকল কৰ্ম্ম হয় এমন যে ঈশ্বর তাহার ক্ষমতা যে কত দূর ইহা কে বলিতে পারে ? دستح690 جكتيس ১ • পাঠ । উলুগতনাদির বিবরণ। প। ওহে ভাই নিত্যানন্দ, রাত্রি যোগে কখন আকাশহইতে অধির ন্যায় খসিয়া পড়িতে দেখিয়া থাকিব, এমন মনে হয় ? নি । ই, তাছা অনেক বার দেখিয়াছি বটে। প। তবে সেটা কি বুৰিয়াছ,বল গুধি । নি। সে কি জান, আকাশহইত্তে তার খসিয়া পড়ে, এবং তাছ। দেখিলে যথেষ্ট ভয়ও জন্মে। তৰে সে কি তার খস নয়? ·