পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 পরমানন্দ ] ভাল, তাহাও বলি শুন, পৃথিবীর বেষ্টন ২১৮৭৫ ক্রোশ, ও তাহার বিস্তার ৭০০০ ক্রোশ । কোন গোলাকার বস্তুর বিস্তার যত বড় হয় তাহার তিন গুণের কিঞ্চিৎ অসিক তাহার বেষ্টন অর্থাৎ বেড় হয় ; সেই প্রমাণে ভূগোলের দ্বিস্তু'র ৭০০০ ক্রোশ হইলে তাহার বেড় ত্ৰিগুণ হইতে কিছু অধিক چ۹ سازه ক্রোশ পরিমাণ করা গিয়াছে। পূৰ্বে লেখা গিয়াছে, যে পৃথিী গোল বটে, কিন্তু উত্তর দক্ষিণাংশে কিছু চাপ আছে, কেননা উত্তরাংশ অবধি দক্ষিণাশ পর্যন্ত যে বিস্তুর তদ:পক্ষীয় পূৰ্বশাবধি পশ্চিমাংশ পর্যন্ত যে বিস্তার সে ২৩ ক্রেশ দড়, যে হেতুক উত্তর দক্ষিণের বিস্তুর ৬৮৭৫ ক্রোশ, পূর্ব পশ্চিমের বিস্তার ৬৮৯৮ ক্রোশ। ইউরপীয় রাজার ইহার পরিমাণ জমিবণ: নিমিন্তে গণনার ফল মিলষ্টতে বড়ং বিজ্ঞ লোককে অন্য প্রদেশের পণ্ডিতদের কাছে পাঠাইয়াছিলেন, তাহীর ঐক্য হইয় গণিয়া এই ফল স্থির করিয়াছেন । নিত্যনন্দ ! ও হে ভাই, জগতের আকার ও পরিমাণের বিষয় যে বলিলা তাহ শুনিয়া তুষ্ট হইলাম, এবং সে সকল সপ্রমাণ বটে তাহাও জানিলাম। ভালই ইহাতে তোমার আর কোন কথা আছে কি না ? পরমানন্দ । না হে, ইহাতে আর এমন অধিক কথা কিছু নাই, কেবল এই মাত্র একটি কথা আছে, যে ঈশ্বরের কি প্রকার অসীম গুণ তাহ যেন মনে করি, কেন না যাহাতে অনায়াসে ঋতু ভেদ ও দিব রাত্রি ভেদ হইতেছে, তিনি যে এ প্রকার পৃথিবীকে গোলাকার করিয়া শূন্যে রাথিয়াছেন, এমন কি আর কাহারও বুদ্ধিতে উপস্থিত হয়।