পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sలిసె গ ! তাহা কেন হইবে ; বিৰেচনা করিয়া দেখ, তারা যে খসিয়া পড়ে, এ বড় সামান্য কথার কথা নয়; কেননা তারা গুলি যত বড়ং তাহ পূৰ্বেই কহা গিয়াছে; অতএব বিবেচনা কর দেখি, একটি তারা খসিয়া যদি পৃথিবীতে পড়ে, তবে পৃথিবী সৃদ্ধ একেবারে রসাতল হইয়া যায়। এমন বোধ হয়, যে যাবৎ পর্যন্ত মহা প্রলয়ের দিন না আসিবে, তাবৎ পর্যন্ত তার কথমে খসিয়া গড়িবে না | ভাল, তেমন আরও কিছু দেথিয়াছ, মনে পড়ে? নি। হা, দেথিয়াছি বটে, সে কেমন? যেমন আকাশহইতে যেন আগুনের কুন্দো পড়ে, যাহাকে লোকে বলে উলুপাত। যে বৎসরে ঐ উলুাপাত হয়, সে সনে লোকের অন্তঃকরণে বড় ভয় হয়, কেননা মনে ভাবে যে এ সনে কি অমঙ্গল ঘটিবে? আমি রাত্রিতে আরও এক প্রকার দেখিয়াছি, সে কি তাহ জান ? এই লোকে যাহাকে এলে ভূত বলে, তাহাও দেখিয়াছি, সে কি প্রকার? না, কোনং পথে ঘাটে কিম্ব মাঠে যেখানে মরা বিল গুল থাকে, সেই থানেতে সন্ধ্য পর্যন্ত প্রদীগের মত জ্বলে দেখা যায় ; এবং এখানহইতে ওখানে, আরবার ওখান হইতে সেখানে গিয়া পড়িতেছে। আর মধ্যেই দপ্ত করিয়া জ্বলিতেছে, আরবার ফুক্ত করিয়া নিবিতেছে, এই রূপটা সকল রাত্রি করে। সে আরবার সামান্য আপদ, নয়, তাহার সমুথে গিয়া পড়িলে ভূমইয় কোন বিল থালে অথবা ঝোড়ে জঙ্গলে নিয়া গিয়া ফেলে ; হেদে গুন, আগেকার গুলা অপেক্ষ এটা আমার বড় ভয়ানক বোধ হয়। - প। ভালং ভূমি যে ভয়ানক ঠাহরাইয়াছ সে কিছু বড় আশ্চৰ্যা নয়, তাহ দেখিয়া আমিও ভয় পাইয়াছিলাম ; তৰে এ গুল কি ইহার কারণ কিছুৰলিতে পার? নি। আমিতো কিছু বলিতে পারি না, ভূমি যদি জান তবে বল।