পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38a. প। তবে শুন, ঐ সকলের মূল এক বায়ু বিশেষ তাৎপৰ্য্য কি, যে আকাশে এবং পৃথিবীতে এক প্রকার অগ্নি ৰায় আছে; তাহার শক্তি এই, যে কোন প্রকার সংযোগ বিশেষ হইবামাত্র দপ্ করিয়া জ্বলিয় উঠে, ইহাতেই আলো হয়। নি। ভাল, ও কথাটি গুনিলাম, কিন্তু একটি কথা জিজ্ঞাসা করি, কেবল বায় বিশেষ মাত্র যদি হইল, তবে লোককে ভুলইয়। লইয়া বিলেতে ফেলে কেন? আর কাছে যাইতে লাগিলে দূর হয় কেন ? প | স্তন, হে ভাই, যেখানেং মরা বিলের ধারে কাদা থাকে, ঐ বায়ু সেই থানেতেই জন্মে, সূতারা তাহার কাছে যা তে লাগিলে পাকে পড়িতে হয় । আর দূর হয় কেন, তাহ শুনিব ? যেমন লোক প্রসিদ্ধ একটা বস্তুকে আকাশের বুড়ীর সত্য বলে, সে যখন শূন্যতে উড়িয়া আসিতে থাকে, তাহাকে ধরিতে গেলে মানুষের গায়ের বাতাসে দূরহইতে থাকে, এও তেমনি, অর্থাৎ বায়ু fনা আর কিছু নয়; অতএব তাহার নিকটে গেলে মানুষের গায়ের বাতাসে দূর হইয় পড়ে। নি। ওহে ভাই, এই সকল বিষয় তোমার বুঝানেতে আমি কৃতকত হইলাম, এব• এই অবধি আমি আর তাহাতে এত ভীত হইব না। আর দেখ, তোমার কথাতে আমার এই একটা উপদেশ ও জন্মিল; যেমন কোন পথিক ব্যক্তি পথ হারাইয়া ভুক্তিক্রমে ঐ আলেয়ার পশ্চাৎ গমন করিয়া শেষে গিয়া থানার মধ্যে পড়ে, তেমনি যাহারা ভলিয়া এই অসার সম্প্রসারে মনকে আসক্ত করে তাহারা চির কালের তরে দুঃখে পড়ে । ।