পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ই $२ *ोठे ! ঘূর্ণ বাতাসের বিবরণ। পরমানন্দ। ওঁহে ভাই নিতানন্দ, এখন আর একটা কথা জিজ্ঞাসা করি, তুমি এ বিষয় কিছু গুনিয়াছ,যে যখন লোক পশ্চিম দেশে বড় নদীতে নৌকায় গমনাগমন করে, তখন কখনই এমন হয়, যে নদীর উপরে অতিশয় ঘূর্ণ বাতাস পড়ে? সেই বাতাসে নদীর জল শূন্য পথে আকাশে উঠে। আর ঐ ঘূর্ণর সমূথে যদি নৌকা পড়ে, তবে ঘুরিতেই একেবারে তলাইয়া যায়। নিত্যানন্দ হণ শুনিয়াছি বটে, তাহাকেই বুঝি লোকে বলে, লজ তুলিতে হাতি নাম। ভাল, ঐ বিষয়ের বিবরণ কিছু বলিতে পার? : প। ই পারি, তাহ বলি। যখন আকাশ মণ্ডলেতে অতিশয় প্রবল বাসত উপস্থিত হয়, তখন বিপরীত গতিতে দুই দিকহইতে দুই প্রবল বাতাস বহিতে লাগিলে বাতাসে পরল্পর ঠেকাঠেকি হইয়া দুয়ের বেগেতে জড়াজড়ি হইয়া নীচে পড়ে তাহাতে ঐ প্রকার বায়ুর ঘূর্ণান হয়, আর যে নীচে পড়ে এ প্রায়ঃ সমুভ্রেতে ও বভূং নদীতেই পড়ে, কিন্তু কদাচিৎ, ডেঙ্গাতে পড়ে। যদি ডেঙ্গীয় পড়ে, তবে লোকের বাটী ঘর দ্বার ও গাছ পাল একেবারে ভাঙ্গিয়া চূর্ণ হইয়া যায়। আর সমূদ্রে যখন পড়ে, তখন জলকে টানিয়া নিয়া আকাশে তোলে। অন্য কথা আর কি বলিব ? তাছার সম্মুখে যদি জাহাজ পড়ে, তখনি সে গরক হয়, এ জন্যে জাহাজের নাৰিকেরা তাহারি আসিবার সমুখ তৈাপ দাগে; সেই তোপের ধমকে ঐ বাতাস ছিন্ন ভিন্ন হইয় পড়ে, তাহাতে কিছুক্ষতি করিতে • পারে না ; -