পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y86. মাত্রের প্রতিপালন হয় এমন নানা শস্য ও ঘাস ইত্যাদি উৎপন্ন করাষ্টতেছেন । এই যে সকল তাহার আশ্চৰ্য্য কৰ্ম্ম তাহ আমরা বিবেচনা কেন না করি? যদি কোন মৃত ব্যক্তি সজীব হইয়া গাত্রোথন করে তবে তাহাতে সকলেই চমৎকার বোধ করে ; কিন্তু ঈশ্বর সকলের গোচরে প্রতিদিন তেমনি চমৎকার কৰ্ম্ম দেখাইতেছেন, অর্থাৎ ক্ষেত্রেতে বীজ বপন করিলে সেই বীজকে পচাইয়া অঙ্কুর উঠাইয়া সজীব করিতেছেন, পুনৰ্বার সেই অঙ্কুরকে ক্রমেতে গাছ প্রস্তুত করিয়া ফল ফুল ফলাইতেছেন। বল দেথি, ঈশ্বর বিনা এ কি আর কাহার শক্তি হয় ? এবণ তাছার দয়ার কথা আর কি বলিব ? যদি প্ৰজাগণে রাজার আজ্ঞা মানে, তবে রাজা তাহাদের রক্ষণাবেক্ষণ করেন, তাহাতে সকলেই সেই রাজাকে দয়াশীল করিয়া মানে! ভাল, তবে এথন দেথ, মনুষ্য সকল পরমেশ্বরের আজ্ঞা লঞ্জন করিয়া আসিতেছে, তত্ৰাপি তিনি দিনে ২ তাহদের প্রতিপালন করিতেছেন। এবং হঠাৎকার তাহাঁদের পাপের উপযুক্ত শাস্তি না দিয়া, ইহকাল পরকাল যাহাতে রক্ষণ পায় এমন উপায় দেখাইয়া দিতেছেন। আর তাহার দৃষ্টিতে মনুষ্য যে কি পর্যন্ত ক্ষুদ্র, মনের মধ্যে ইহাও যেন একবার বিবেচনা করি। যে হেতুক এই যে ভূমণ্ডল এও ঈশ্বরের সৃষ্টির মধ্যে যেন একখানি সরার মত ক্ষুদ্র, তবে বল আমরা কোন থানে লাগি ; তথপি পরমেশ্বর যে আমাদের মঙ্গলের নিমিত্তে এত যত্ব করেন, বিবেচনা করিয়া দেখ ইহার পর আর বড় চমৎকার কি আছে! আর এ জগতের রাজা সকল আপনার ২ কৰ্ম্ম চালাইবার জন্যে নায়েবপেস্কার দেওয়ান মুচ্ছদ অনেকং চাকর নিযুক্ত করেন,কিন্তু সৰ্বব্যাপী সৰ্বশক্তিমান পরমেশ্বর তিনি কাহারও অপেক্ষা করেন না, আপনার কৰ্ম্ম আপনি অনায়াসে চালাইতেছেন ; তাতিরা