পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38? তথাপি লোহাতে আগুন মিশ্রিত হয় না, তেমনি পরমেশ্বর কোন বস্তুতে মিলিত হয়েন না । তিনি সৰ্বজ্ঞ, অর্থাৎ সকল জানেন; কেননা সৰ্বব্যাপী যিনি তিনি অবশ্য সৰ্বদ সকল দেথিতে পান ; যেমন সূর্যের আলোকে সকল বস্তু প্রকাশ পায়, তেমনি দিব! রাত্ৰি সৰ্ব ক্ষণে তাবৎ বস্তুই পরমেশ্বরের গোচরে দেদীপ্যমান রূপে প্রকাশ পাইতেছে । দেখ, আমাদের অতি গুপ্ত যে মনের চিন্তা, তাহ ও তিনি সুন্দর জ্ঞাত আছেন । আর আমরা আজি যাহা অভ্যাস করিলাম, কালি ভাই । ভূলি, এবং কালি কি হইবে তাহার কিছুই জানি না; কিন্তু কি ছিল, ও কি হইতেছে, এবং কি হইবে, এই প্রকার ভূত, ভবিষ্যৎ, বৰ্ত্তমান সকলই সৰ্বদ সমূর্ণরূপে ঈশ্বর জ্ঞাত আছেন, তাহার কাছে কিছু ছাপা নাই। আর সৃষ্টির দ্বারা তাহার যে মহিমা প্রকাশ পাইতেছে, তাহাও আমরা দেখিতে পাইতেছি ; কিন্তু তাহার নিজের মাহাত্ম্য যে কত দূর, কাহার সাধ্য আছে, যে সে সকল বলে। তৰে কি না, তিনি আমাদের সৃষ্টি প্রতিপালন শাসনকৰ্ত্তা, অতএব তাহার আজ্ঞা মানিয়া সৰ্বদা সকলে তাহার প্রশPলা ও গৌরব যেন করি । -ωΦοξοΦα-- ১ ও পাঠ । চুম্বক পাতর আর কোম্পাশের বিবরণ । নিত্যানন্দ। ওহে ভাই, চুম্বক পাতর নামে যে এক প্রকার পাতর আছে আমি শুনিয়াছি, তাহার নাকি বড় চমৎকার গুণ ? সে নিষয়ের কিছু যদি জান, তবে অনুগ্রহ করিয়া বল। & পরমানন্দ। ই হে ভাই, ঐ পাস্তরের গুণ যে বড় চমৎকৃত গুনিয়াছ, সে সভাই বটে; অতএব সে কথা কিছু বলি, গুন । সে পাতর